হোম /খবর /কলকাতা /
সকালে এ কী দৃশ্য! রক্তে ভাসছে শরীর, ভয়ানক কাণ্ড খাস কলকাতায়

Crime: সকালে এ কী দৃশ্য! রক্তে ভাসছে শরীর, ভয়ানক কাণ্ড খাস কলকাতায়

পুলিশ৷ প্রতীকী ছবি

পুলিশ৷ প্রতীকী ছবি

Crime: স্থানীয় বাসিন্দারা দেখতে পান, অটো স্ট্যান্ডে একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

  • Share this:

কলকাতা: শনিবার সকালেই চাঞ্চল্য ছড়াল বাইপাসের ধারে পঞ্চান্নগ্রামের অটো স্ট্যান্ডে। সকালের দিকে যখন পঞ্চান্নগ্রামে ব্যস্ততার সময়ে, তখনই অটো স্ট্যান্ডের কাছে একটি রিক্সায় রক্তাক্ত অবস্থায় এক যাত্রীকে দেখা যায়। সেই দৃশ্য দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পঞ্চান্নগ্রামে।

স্থানীয় বাসিন্দারা দেখতে পান, অটো স্ট্যান্ডে একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওই আহত ব্যক্তি মিতেন্দ্র পাসওয়ানের বাড়িতে খবর পৌঁছাতেই ছুটে আসেন বাড়ির সদস্যরা। আহত অবস্থায় মিতেন্দ্রকে উদ্ধার করে তাঁর স্ত্রী পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আহত মিতেন্দ্র পাসওয়ানকে নিয়ে আসেন এক ব্যক্তি রিক্সায় করে। এই ঘটনা জানাজানি হতেই তিলজলা থানা তদন্ত শুরু করে। ঘটনাস্থল সিসি ক্যামেরার ফুটেজ ও খতিয়ে দেখে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মিতেন্দ্র পাসওয়ান যখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, তখনই তিলজলা থানায় এক ব্যক্তি গিয়ে মিতেন্দ্রর নামে অভিযোগ দায়ের করে।

মহম্মদ আকিব হুসেন নামে ওই ব্যক্তি তিলজলা থানার কর্তব্যরত পুলিশ অফিসারকে জানান শ্রমিক সাপ্লাই নিয়ে গন্ডগোল হয় মিতেন্দ্রর সঙ্গে। সেই সময়ে দুজনের মধ্যে বচসা ও মারামারি হয়। হাতাহাতির সময়ে মিতেন্দ্র পাসওয়ানের পিঠে,  হাতে ও দেহের একাধিক জায়গায় আঘাতে চিহ্ন দেখা যায়।

মিতেন্দ্র পাসওয়ানের মৃত্যুর পরে গ্রেফতার করা হয় মহম্মদ আকিব হুসেন নামে ওই ব্যক্তিকে। পুলিশ  সূত্রে খবর মিতেন্দ্র গুরুতর আহত হবার পরেই এক সহকর্মী তাঁকে রিক্সা করে পৌঁছে দেন। সূত্রের খবর, অভিযুক্ত পুলিশকে জানায় মারধরের ফলে যে মৃত্যু হতে পারে তা বুঝতে পারেনি।

আরও পড়ুন, তিনটি নয়, দু'টি যুদ্ধ বিমান ভেঙে পড়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে! এক পাইলটের মৃত্য়ু

আরও পড়ুন, ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ

যদিও তিলজলা থানার তদন্তকারী আধিকারিক অভিযুক্ত ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞেস করে জানতে চায় বচসার প্রকৃত কারণ সম্পর্কে। মৃত ব্যক্তি লেবার সাপ্লাই দেওয়া নিয়েই কী গন্ডগোল, না নেপথ্যে অন্য কারণ রয়েছে তারও অনুসন্ধান করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মারধরের জেরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Crime, Murder, Murder Case, Murder News, Police, Tiljala