Crime: কলকাতার আবাসনে বিড়াল তাড়াতে কীটনাশক! এখন চোখ-গলা জ্বালায় ভুগছেন বাসিন্দারা
- Published by:Suvam Mukherjee
- Written by:Amit Sarkar
Last Updated:
Crime: গরফা থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন কয়েকটি পরিবার।
কলকাতা: শহরের বাইপাস লাগোয়া অভিশিক্তা এলাকায় অভিজাত আবাসনে অমানবিক ঘটনা। বিড়াল তাড়াতে আবাসন জুড়ে কীটনাশক ব্যবহারের অভিযোগ আবাসিকদের একাংশের। আরও অভিযোগ, ওই কীটনাশক ব্যবহারের ফলে অসুস্থ হয়ে পড়েছেন অনেক আবাসিক। গরফা থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন কয়েকটি পরিবার। ঘটনার অনুসন্ধানে আসে পুলিশ।
যদিও আবাসনের অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ উড়িয়ে জানানো হয়েছে এমন কোনও কীটনাশক ব্যবহার হয়নি, কেউ অসুস্থ হয়েছেন বলে তাদের কাছে কোনও অভিযোগও আসেনি।
সপ্তাহ খানেক ধরেই আবাসনে অনেকেই চোখ জ্বালা এবং গলা জ্বালা করছে। প্রথমে বিষয়টি লঘু ভাবে নিলেও সন্দেহ হয় আবাসন চত্বর জুড়ে তরল বস্তু ছড়ানো দেখে। বিষয়টি সপ্তাহখানেক চলতে থাকায় খোঁজ নিয়ে দেখা হয় কীটনাশক ছড়ানো হয়েছে। আবাসিক শীলভদ্র দত্তের অভিযোগ, বিড়াল সরাতে এমন কীটনাশক ব্যবহার করা হয়েছে। যা থেকে তিনি যেমন অসুস্থ হয়েছেন, তেমন আরও বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন গত কয়েকদিনে। তাঁর অভিযোগ বিড়াল মারতেই এমন ব্যবস্থা করেছে অ্যাসোসিয়েশন।
advertisement
advertisement
শীলভদ্রের মতো আরও এক আবাসিকের বক্তব্য মাস কয়েক আগে হঠাৎ তিনটি বিড়াল মারা যায়। এখন আবার বিড়াল সরিয়ে ফেলতে কীটনাশক ব্যবহার করা হয়েছে। যা থেকে আবাসিকদের একাংশের নানান শারীরিক ভাবে সমস্যা দেখা দিয়েছে। শ্বাসকষ্ট, চোখ গলা জ্বালার মতও বিষয় ঘটছে। তাঁদের তরফে ইমেল মারফত গরফা থানাতে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ওই আবাসনে অনুসন্ধানে আসে পুলিশ।
advertisement
তাঁদের আরও অভিযোগ, আবাসনের অ্যাসোসিয়শেনও কিছু আবাসিক এই বিড়ালগুলো নিয়ে অভিযোগ করেন। বিড়ালগুলোকে যাতে সরিয়ে ফেলা যায়, তারই পরিকল্পনা করে কীটনাশক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। কিন্তু বিড়াল তো গিয়েছে, তবে এখন ওই আবাসনের বহু বাসিন্দাও অসুস্থ হয়ে গিয়েছেন।
advertisement
যদিও এই অভিযোগ মানতে নারাজ অ্যাসোসিয়েশন। তাদের সভাপতি স্পষ্ট জানিয়েছেন, এমন কোনও ঘটনা ঘটেনি। কোনও কীটনাশক ব্যবহার করা হয়নি। যাঁরা এমন অভিযোগ করছেন, তাঁরা মিথ্যা বলছেন। তবে আবাসনে যে পুলিশ এসেছিল তা স্বীকার করে নেন তিনি। তাঁর আরও দাবি, পুলিশকেও তাঁরা জানিয়েছেন এমন কোনও ঘটনা ঘটেনি। পুলিশ সূত্রে দাবি, তারা অভিযোগ পেয়েছেন, পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 10:25 PM IST