ময়দানের লাইভ স্কোর এবার মোবাইল অ‍্যাপে ! কবে থেকে এই অ্যাপ চালু করছে সিএবি ?

Last Updated:

মোবাইল খুললেই হাতেগরম ক্লাব ক্রিকেট। ময়দানের লাইভ স্কোর হাজির মোবাইল অ‍্যাপে।

#কলকাতা:  মোবাইল খুললেই হাতেগরম ক্লাব ক্রিকেট। ময়দানের লাইভ স্কোর হাজির মোবাইল অ‍্যাপে। জানুয়ারিতেই পরীক্ষামূলকভাবে নতুন অ‍্যাপ আনছে সিএবি। যা সফটওয়‍্যার তৈরি করেছে কোচির সংস্থা। স্কোরারদের জন‍্য চালু হচ্ছে বিশেষ ক‍র্মশালা।
বিসিসিআই-সহ বেশ কিছু বাণিজ্যিক অ‍্যাপ আগে থেকেই রয়েছে। যেখানে এক টাচেই মোবাইলে জানা যায় আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের স্কোর। হাতেগরম খবর। সৌরভের ভাবনায় বহুদিন ধরেই স্থানীয় ক্রিকেটের মোবাইল অ‍্যাপ আনার চিন্তাভাবনা শুরু হয়। ক্রিকেট HQ নামে কোচির একটি সংস্থা তৈরি করেছে এই সফটওয়‍্যার। যার ট্রায়াল জানুয়ারিতেই শুরু হচ্ছে ক্লাব ক্রিকেটের কয়েকটি ম‍্যাচে।
advertisement
জানুয়ারিতেই স্কোরারদের নিয়ে হবে বিশেষ কর্মশালা। ফেব্রুয়ারি-মার্চ থেকেই সব ম‍্যাচের স্কোর জানা যাবে অ‍্যাপে। এতদিন ক্লাব ক্রিকেটের পারফরম‍্যান্সে তেমন প্রচার পেতেন না ক্রিকেটাররা। নতুন এই অ‍্যাপ নিয়ে আশাবাদী ক্রিকেটমহল।
advertisement
vlcsnap-2016-12-28-19h37m55s58
ময়দানের সব ম‍্যাচের তথ‍্য জমা হবে সিএবি-র নিজস্ব ডেটাবেস সার্ভারে। যেখান থেকে ক্লাব ক্রিকেটের খেলার স্কোরও প্রতিমুহূর্তে জানা যাবে মোবাইল খুললেই। নতুন বছরের শুরুতেই যেন ডিজিটাল হাওয়া লাগছে বঙ্গ ক্রিকেটে।
advertisement
রিপোর্টার: প্রদীপ্ত গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ময়দানের লাইভ স্কোর এবার মোবাইল অ‍্যাপে ! কবে থেকে এই অ্যাপ চালু করছে সিএবি ?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement