লোধার ফতোয়ায় বাতিল হতে চলেছেন সিএবির ৬৫ কর্মকর্তা !
Last Updated:
লোধার সুপারিশের ধাক্কায় রাতারাতি পাল্টে যেতে পারে ময়দানি ক্রিকেট রাজনীতির চেহারা।
#কলকাতা: লোধার সুপারিশের ধাক্কায় রাতারাতি পাল্টে যেতে পারে ময়দানি ক্রিকেট রাজনীতির চেহারা। সিএবি-র ক্লাব প্রতিনিধিত্ব হারাতে পারেন লোধার ফতোয়ায় বাতিল একঝাঁক কর্তা। সংখ্যাটা প্রায় ৬৫-র কাছাকাছি। ফলে এই সব ক্লাব থেকেই সিএবি-তে দেখা যেতে চলেছে প্রতিনিধিত্বের নতুন মুখ। আজ, সোমবার ফের লোধার সুপারিশ নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসবেন সৌরভ। ১৯ জানুয়ারি বোর্ডের পর্যবেক্ষক প্যানেলের নাম জানাবে সুপ্রিম কোর্ট। ২২ জানুয়ারি ইডেনে ওয়ান-ডে ম্যাচও রয়েছে। তারপরই বিশেষ সাধারণ সভা ডাকার ভাবনা ঘুরপাক খাচ্ছে সিএবি-তে।
এদিকে লোধা কমিটির সুপারিশের ধাক্কায় গোটা দেশের ক্রিকেট প্রশাসনে টালমাটাল অবস্থা। বোর্ড-সহ বিভিন্ন রাজ্য সংস্থায় ক্রিকেট প্রশাসন চালানোর মতো কাউকে পাওয়া যাচ্ছে না। সিএবি-ও ব্যতিক্রম নয়। এবং বঙ্গ ক্রিকেট প্রশাসনের নতুন চ্যালেঞ্জ— ২২ জানুয়ারির ইডেনে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে। যে রাজসূয় যজ্ঞে কত জনকে লোধা আইন মেনে বৈধ ভাবে কাজে নামানো যাবে, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2017 11:03 AM IST