সার্টিফিকেট দুর্নীতিতে কড়া সিএবি ! দোষ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত সাসপেন্ড

Last Updated:

সার্টিফিকেট দু্র্নীতিতে কড়া সিএবি। যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দোষ প্রমাণ হলে তিন বছর পর্যন্ত সাসপেন্ড করা হতে পারে।

#কলকাতা: ইটিভি নিউজ বাংলার খবরে সিলমোহর। সার্টিফিকেট দু্র্নীতিতে কড়া সিএবি। যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দোষ প্রমাণ হলে তিন বছর পর্যন্ত সাসপেন্ড করা হতে পারে। গত ২৩ নভেম্বর অম্বর রায় টুর্নামেন্টে সার্টিফিকেট দুর্নীতির খবর প্রথম তুলে ধরেছিল ইটিভি নিউজ বাংলা।
২৩ নভেম্বর ২০১৬।ছোটদের ক্রিকেটে বড় দুর্নীতি। প্রথম তুলে ধরল ইটিভি নিউজ বাংলা। এই সেই সার্টিফিকেট। যার জন্য ময়দানে চলছে লাখ লাখ টাকার কারবার। নষ্ট হচ্ছে বাংলার ক্রিকেটের ভবিষ্যত। ইটিভি নিউজ বাংলার এই খবরে প্রতিক্রিয়া দিলেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিশ্রুতি দিলেন ঘটনার মনিটারিং হবে। ইটিভি নিউজ বাংলার খবর ও সিএবি প্রেসিডেন্টের প্রতিশ্রুতির জাঁতাকলে বিলম্বিত বোধদয় সিএবির। বুধবার বঙ্গ ক্রিকেটের সদর দফতরে ডেকে পাঠানো হল ৩১টি কোচিং সেন্টার, ১১ টি অ্যাকাডেমি ও বেশ কিছু স্কুলকে। বৈঠকে স্পষ্ট করে দেওয়া হল, ভবিষ্যতে এই ধরণের দুর্নীতি বরদাস্ত করা হবে না। নিয়ম অনুযায়ী দোষ প্রমাণ হলে এক বছর সাসপেন্ড করতে পারে সিএবি। কিন্তু যুগ্ম-সচিবের হুঙ্কার প্রয়োজনে নিয়ম বদলে, তা পাঁচ বছর করা হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সার্টিফিকেট দুর্নীতিতে কড়া সিএবি ! দোষ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত সাসপেন্ড
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement