CPM on RG Kar Case: এবার লালবাজার অভিযানে সিপিএম! আরজি কর কাণ্ডে পুলিশ কমিশনারের অপসারণের দাবি

Last Updated:

RG Kar case: আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণের দাবি নিয়ে লালবাজার অভিযানের ডাক দিল সিপিএম। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি এই কর্মসূচিতে যোগদান করবে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণের দাবি নিয়ে লালবাজার অভিযানের ডাক দিল সিপিএম। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি এই কর্মসূচিতে যোগদান করবে। কলকাতা ছাড়া এই জেলাগুলির মধ্যে থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি। এর আগে একই দাবিতে দলের ছাত্র যুব মহিলা সংগঠনের তরফ থেকে লালবাজার অভিযান করা হয়েছে।
আগামী ১২ই সেপ্টেম্বর আবার লালবাজার অভিযানের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। শুক্রবার এই বিষয় নিয়ে আলোচনা করেছে বাম নেতারা। ফ্রন্ট সূত্রে খবর, ১২ তারিখ বিকেল তিনটে নাগাদ এই কর্মসূচি শুরু হবে। পুলিশ যেখানে আটকাবে সেখানেই অবস্থান শুরু করবে বামফ্রন্টের নেতা, কর্মী, সমর্থকেরা। তারপরেই সারারাত সেই কর্মসূচি চলবে।
advertisement
advertisement
১৩ তারিখ সেখানেই সভা করা হবে। পুলিশ কমিশনারের অপসারণের দাবি জোরালো করতে দফায় দফায় এই অভিযান হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। বামফ্রন্টের শরীর দলের এক নেতার কথায়, “আরজি কর কাণ্ডের পেছনে কলকাতা পুলিশের দায় অস্বীকার করার কোন উপায় নেই। প্রথম থেকেই যে ঘটনাবলি চলে আসছে তাতে প্রশ্নের মুখে কলকাতা পুলিশও। আর যেহেতু কলকাতা পুলিশের প্রধান কমিশনার তাই তাকে এর দায় নিতে হবে। আমরা তাঁর অপসারণ দাবি করছি।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPM on RG Kar Case: এবার লালবাজার অভিযানে সিপিএম! আরজি কর কাণ্ডে পুলিশ কমিশনারের অপসারণের দাবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement