CPIM| Panchayat Election 2023|| পঞ্চায়েত যুদ্ধের ঠিক আগেই বিরাট চাল সিপিআইএমের, রণকৌশলের আঁচ পেতে মরিয়া বিরোধীরা

Last Updated:

CPIM strategy for Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে ডিজিটাল মাধ্যমকে সংগঠিত ভাবে এবং ব্যাপকভাবে কাজে লাগানোর রণকৌশল নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। আর তার জন্য কোমড় বেঁধে নামাতে এই বিশেষ পদক্ষেপ।

কলকাতাঃ এ যেন যুদ্ধ নামার আগে রীতিমতো মহরার প্রস্তুতি চলছে। ১১ ফেব্রুয়ারি নিউটাউনের রবীন্দ্র তীর্থে ডিজিটাল সামিট ছিল সিপিআইএমের রাজ্য কমিটির। রাজ্যের সব জেলা থেকে প্রায় ২০০-র মতো প্রতিনিধি সামিটে অংশ গ্রহন করে। এখানেই ডিজিটাল মিডিয়াতে প্রচার, অপপ্রচারের, পালটা প্রচার কীভাবে করা হবে তার নীতি ঠিক হল।
কারিগরি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয় এখান থেকেই। দলীয় সূত্রে খবর, আগামী পঞ্চায়েত নির্বাচনে ডিজিটাল মাধ্যমকে সংগঠিত ভাবে এবং ব্যাপকভাবে কাজে লাগানোর রণকৌশল নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। আর তার জন্য কোমড় বেঁধে নামাতে এই বিশেষ পদক্ষেপ। এর আগে স্যোশাল মিডিয়া ব্যবহার করা হয়ে থাকলে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল দলীয় তরফে।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক! সাগরদিঘিতে বিরাট বার্তা সিপিআইএম-কংগ্রেসের
দলের রাজ্য কমিটির এক সদস্য জানিয়েছেন, "স্যোশাল মিডিয়া ছাড়া এখন কোনও কিছু ভাবাই যায় না। সংগঠিত ভাবে বিজেপি এবং তৃণমূল অনেক আগে থেকেই স্যোশাল মিডিয়াকে ব্যবহার করে আসছে। আমাদের কর্মী সমর্থকেরাও পালটা সামাজিক মাধ্যমকে ব্যবহার করেছে। কিন্তু এ বার সংগঠিত ভাবে এই মাধ্যমকে আরও বেশি ব্যবহার করা হবে। মূলত পঞ্চায়েত নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। একদিকে যেমন দলের পক্ষে প্রচার চালানো হবে, তেমনই বিরোধী পক্ষের অপপ্রচারের জবাব দেওয়া হবে। একই সঙ্গে যে সব ফেক নিউজ বাজারে ছাড়া হয়ে থাকে, সঠিক তথ্য দিয়ে তার ভাইরাল করা হবে। যাতে এই টিম একটা ভাল ভূমিকা নেবে।"
advertisement
advertisement
সূত্রের খবর, রাজ্যস্তরের প্রচারের পাশাপাশি আঞ্চলিক স্তরের সমস্যা তুলে ধরা হবে। আঞ্চলিক নেতৃত্বের বিরুদ্ধে মানুষের অভিযোগ নিয়ে নজরে পঞ্চায়েত করে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকার মানুষের কাছে তা তুলে ধরা হবে। ভোটের সময় প্রচারে কোনও বাঁধা পেলে তার ফুটেজ, অডিও রেকর্ডিং সংগ্রহ করে তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে। প্রচার করা হবে। অন্যদিকে প্রতিপক্ষের প্রচারের পালটা প্রচারও করা হবে। জেলায় জেলায় স্যোশাল মিডিয়া টিম তৈরি করা হয়েছিল আগেই। সেখান থেকে থেকে বাছাই করা প্রতিনিধিরা এসেছিলেন সেমিনারে।
advertisement
UJJAL ROY 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM| Panchayat Election 2023|| পঞ্চায়েত যুদ্ধের ঠিক আগেই বিরাট চাল সিপিআইএমের, রণকৌশলের আঁচ পেতে মরিয়া বিরোধীরা
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement