CPIM: সিপিআইএম-এর নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী, নতুন মুখ মীনাক্ষী ও সৈয়দ হোসেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
মীনাক্ষী ও পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন এবারের রাজ্য সম্পাদকমন্ডলীতে নতুন মুখ
কলকাতা: সোমবার মুজফ্ফর আহমদ ভবনে অনুষ্ঠিত হয় সিপিআইএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক। বৈঠকের সভাপতিত্ব করেন রামচন্দ্র ডোম। এদিনের বৈঠক থেকে পার্টির নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে ১৫ জন সদস্যকে নিয়ে। নবগঠিত রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন-মহম্মদ সেলিম , রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরী, শমীক লাহিড়ী, সুমিত দে , দেবলীনা হেমব্রম, দেবব্রত ঘোষ, অনাদি সাহু , কল্লোল মজুমদার, পলাশ দাশ, জিয়াউল আলম, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সৈয়দ হোসেন।

সিপিআইএম-এর নয়া রাজ্য সম্পাদকমন্ডলী, নতুন মুখ মীনাক্ষী ও সৈয়দ হোসেন
advertisement
মীনাক্ষী ও পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন এবারের রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন মুখ। যুব সংগঠন ছাড়ার আগেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে রাজ্য সম্পাদকমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তামিলনাড়ুর মাদুরাইতে সিপিআইএম-এর ২৪তম পার্টি কংগ্রেসের শেষ দিনে গঠিত হয় সিপিআইএম-এর পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটি। বাংলা থেকে যে ৫ নতুন মুখ সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটিতে স্থান পান, তাঁদের মধ্যে ছিলেন মীনাক্ষীও। এবার পশ্চিমবঙ্গ সিপিআইএমের নবনির্বাচিত রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীতেও তিনি।
advertisement
পার্টি কংগ্রেস থেকে সৈয়দকেও কেন্দ্রীয় কমিটির সদস্য করেছিল সিপিআইএম। বয়সের কারণে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন বাঁকুড়ার নেতা অমিয় পাত্র এবং উত্তরবঙ্গের নেতা জীবেশ সরকার। তাঁদের জায়গায় রাজ্য সম্পাদকমণ্ডলীতে এলেন মীনাক্ষী এবং সৈয়দ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2025 9:58 PM IST