Manab Mukherjee: প্রয়াত প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজে দান করা হবে সিপিএম নেতার দেহ
- Published by:Debamoy Ghosh
- Written by:UJJAL ROY
Last Updated:
গত অগস্ট মাসেই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর৷ সেই সময় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে৷
#কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়ের৷ দীর্ঘ অসুস্থতার পর এ দিন মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগে করেন তিনি৷ বয়স হয়েছিল ৬৭ বছর৷ বাম আমলে পরিবে সহ একাধিক দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন মানব মুখোপাধ্যায়৷ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি৷ বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন মানব মুখোপাধ্যায়৷
রাজ্য সম্পাদকমণ্ডলীরও প্রাক্তন সদস্য ছিলেন তিনি৷ যদিও শারীরিক অসুস্থতার জন্যই মাঝে দলীয় কর্মসূচি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন৷ গত অগস্ট মাসেই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর৷ সেই সময় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে৷ সেবারেও তাঁর অবস্থা যথেষ্ট গুরুতর হয়৷ কিন্তু সেযাত্রায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি৷ এর পরে কিছুটা সুস্থ হয়ে দলের কর্মসূচিতেও যোগ দিচ্ছিলেন৷
advertisement
advertisement
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মল্লিকবাজারের ওই হাসপাতালেই ভর্তি ছিলেন মানব মুখোপাধ্যায়৷ আজ সকালে বাড়িতে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি৷ এর পরেই দ্রুত তাঁকে মল্লিকবাজারের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জরুরি বিভাগে তাঁর চিকিৎসাও শুরু হয়৷ কিছুক্ষণের মধ্যেই অবশ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মানব মুখোপাধ্যায়ের৷
advertisement
মানব মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, আজ পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে প্রয়াত নেতার দেহ৷ দেহ এবং চক্ষুদানের অঙ্গীকার করে গিয়েছেন মানব মুখোপাধ্যায়৷ কলকাতা মেডিক্যাল কলেজে তাঁর দেহ দান করা হবে৷ তার আগে আজই তাঁর চক্ষুদান করা হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 2:34 PM IST