West Bengal CPIM|| 'আসনে বসে ভাষণ দিচ্ছেন', নেতৃত্বকে তীব্র কটাক্ষ সিপিআইএমের রাজ্য সম্মেলনে

Last Updated:

West Bengal CPIM News: কলকাতা জেলা সম্মেলনের পর রাজ্য সম্মেলনেও নিচুতলার কাছ থেকে কটাক্ষ শুনতে হল সিপিএম নেতৃত্বকে। বুধবার থেকে শুরু হয়েছে সিপিএমের রাজ্য সম্মেলন। আর প্রথম দিন থেকেই নেতৃত্বের বিরুদ্ধে চালিয়ে খেলছেন সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিরা।

#কলকাতা: কলকাতা জেলা সম্মেলনের পর রাজ্য সম্মেলনেও নিচুতলার কাছ থেকে কটাক্ষ শুনতে হল সিপিএম নেতৃত্বকে। বুধবার থেকে শুরু হয়েছে সিপিএমের রাজ্য সম্মেলন। আর প্রথম দিন থেকেই নেতৃত্বের বিরুদ্ধে চালিয়ে খেলছেন সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিরা। এ দিন প্রমোদ দাশগুপ্ত ভবনে সম্মেলনে উপস্থিত হয়েছিলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রাজ্য সম্মেলনের খসড়া ও প্রতিবেদন পেশ করা হয়। সেখানে নির্বাচনে দলের ভরাডুবি থেকে সংগঠনের বেহাল অবস্থার কথা তুলে ধরা হয়। নিষ্ক্রিয় কর্মীদের কথাও উল্লেখ করা হয়। ব্যার্থতার সিংহভাগ দায় চাপানো হয় নিচুতলার কর্মীদের উপর। এই 'রিপোর্ট'-এর উপর আলোচনার শুরু থেকেই পালটা দেওয়ার রাস্তায় হাঁটতে শুরু করেন প্রতিনিধিরা। রাজ্যের প্রায় সব জেলা থেকে আসা প্রতিনিধিরা নেতৃত্বকে স্পষ্ট উত্তর দিয়ে বলেছেন, "আন্দোলন করা থেকে থেকে আক্রান্ত হওয়া সব কাজেই সামনের সারিতে নিচুতলার কর্মীরাই থাকে আর নেতারা শুধু ভাষণ দিয়েই কাজ সারেন।"
পশ্চিম মেদিনীপুরের প্রতিনিধি বলেন, "ছাত্র-যুবরা রাস্তায় নেমে আন্দোলন করছেন? আপনারা কোথায় থাকেন? মাঝে মধ্যে প্রতীকী দু'একটা কর্মসূচি ছাড়া দেখাই যায় না আপনাদের।" এর আগে কলকাতা জেলা সম্মেলনেও নেতৃত্বেকে একহাত নিয়েছিলেন প্রতিনিধিরা। সম্মেলনে আগত প্রতিনিধি বলেন, "নেতৃত্বের কাজ হল বাড়ি থেকে পার্টি অফিসে আসা আর অফিস থেকে বাড়ি যাওয়া। ফলে নিচুতলার কর্মীদের কাজ করতে কী রকম সমস্যার মধ্যে পড়তে হয় তা বোঝার মতো অবস্থায় থাকেন না নেতারা। এটা অনেকটা 'খিড়কি থেকে সিংহদুয়ার' এই তোমাদের পৃথিবী, বাইরে জগৎ আছে তোমরা জানো না।"
advertisement
আরও পড়ুন: ফেসবুকে আর 'ফেস' নয়, রাজ্য সম্মেলনে জানাল সিপিআইএম
জেলা সম্মেলনের বাইরে সারা রাজ্যজুড়ে এটা নিয়ে ব্যাপক চর্চা হয়। ভোটের ফল খারাপ হওয়ায় নেতৃত্বের দায় নিতে হবে। প্রকাশ্যে এই কথা বলে দলে শাস্তির মুখে পড়েছিলেন উত্তর ২৪ পরগণার নেতা তন্ময় ভট্টাচার্য। এ দিন প্রকাশ্যে এই কথা বলা ঠিক হয়নি বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর 'সদর দফতরে কামান দাগা'র ধারাবাহিকতা বজায় রয়েছে সম্মেলনে। প্রতিনিধিদের ছোড়া গোলায় কার্যত দিশেহারা নেতৃত্ব। সম্মেলনে যোগ দিতে আসা রাজ্য কমিটির এক সদস্য বলেন, "আজকালকার ছেলেমেয়েরা খুবই স্মার্ট। তাঁদের চোখকে ফাঁকি দেওয়া খুবই মুশকিল। আগামী দিন আসছে যেখানে নেতাদের শুধু ভাষণ দেওয়ার দিন শেষ হয়ে আসছে। হয় রাস্তায় নেমে কাজ করো নয়তো বাড়ি চলে যাও।"
advertisement
advertisement
আরও পড়ুন: বদলে যাবে আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচনের দিন? সম্ভবনা প্রায় নেই!
এ দিন সম্মেলনে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সিপিএমের পশ্চিমবঙ্গের ২৬ তম রাজ্য সম্মেলনের সূচনা ও পতাকা উত্তোলন করেন দলের পলিট ব্যুরো সদস্য বিমান বসু। শহীদ বেদীতে মাল্যদান করেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রমুখ। সম্মেলন পরিচালনায় সভাপতিমন্ডলী গঠনের জন্য নামের প্রস্তাব করেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বিমান বসু, মহম্মদ সেলিম, কমরেড অশোক ভট্টাচার্য, কমরেড রামচন্দ্র ডোম এবং কমরেড দেবলীনা হেমব্রম সভাপতিমণ্ডলীর দায়িত্বে রয়েছেন। রাজ্য সম্পাদকমন্ডলীর সকল সদস্যরা রয়েছেন স্টিয়ারিং কমিটিতে।সভাপতিমণ্ডলীর পক্ষে বিমান বসু। পরিচিতি পত্র টিম ও অনুলিখন টিমের সদস্যদের নাম ঘোষণা করেন। পরিচিতি পত্র টিমের কনভেনর হয়েছেন সায়নদীপ মিত্র, ময়ুখ বিশ্বাস ও দেবেশ দাস। অয়নাংশু সরকার, নবনীতা চক্রবর্তী, ইন্দ্রজিৎ ঘোষ , শাইদ আমেদ শাইদ এবং জনা মুখার্জি অনুলিখন টিমে রয়েছেন। ২৬তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
advertisement
Ujjal Roy
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal CPIM|| 'আসনে বসে ভাষণ দিচ্ছেন', নেতৃত্বকে তীব্র কটাক্ষ সিপিআইএমের রাজ্য সম্মেলনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement