বুড়ো হলেই ছাটাই নয়, মত সিপিআইয়ের

Last Updated:

অভিজ্ঞতা না তারুণ্য, বামপন্থী দলগুলির মধ্যে এই নিয়ে বিতর্ক দীর্ঘদিনের

#কলকাতা: অভিজ্ঞতা না তারুণ্য, বামপন্থী দলগুলির মধ্যে এই নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। দলকে চাঙ্গা করতে সিপিএম তারুণ্যকেই বেছে নিয়েছে। বেঁধে দেওয়া হয়েছে বয়সও। তারই অঙ্গ হিসেবে দলের সবস্তর থেকে প্রবীণ নেতাদের অব্যাহতি দেওয়ার পাশাপাশি যুব নেতাদের জায়গা করে দেওয়া হচ্ছে। সম্প্রতি এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সভাপতি প্রতিকুর রহমানকে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু সেই পথের |বিপরীতে হাঁটতে চায় সিপিআই।
মঙ্গলবার কলকাতায় শেষ হয়েছে সিপিআইয়ের জাতীয় পরিষদের বৈঠক। তিনদিন ধরে দলের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে নেতৃত্বের বয়স সম্পর্কে বলতে গিয়ে দলের সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, 'এটা কোনও সরকারি বা কর্পোরেট চাকরি নয় যে বয়স বেঁধে দিতে হবে। কমিউনিস্ট পার্টিতে শেষ নিশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত মানুষ কাজ করেন। তবে দলের মধ্যে আরও বেশি করে তরুণ ও মহিলাদের অন্তর্ভুক্তির কাজ চলবে দলকে শক্তিশালী করার জন্য।'  আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য লাগাতার কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দলের জাতীয় পরিষদের এক সদস্য জানান, ' রাজনীতি করার জন্য বয়স কোনও বাঁধা হতে পারে না। জয়প্রকাশ নারায়ণ আটাত্তর বছর বয়সে আন্দোলন করেছিলেন।'
advertisement
জেএনইউ-য়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার বর্তামানে দেশের বামপন্থী আন্দোলনের 'পোস্টার বয়'। দলমত নির্বিশেষে যুব সম্প্রদায়ের কাছে জনপ্রিয়ও বটে। গত লোকসভা নির্বাচনে বিহারের বেগুসরাই থেকে তাঁকে প্রার্থী করেছিল সিপিআই। নির্বাচনে পরাজিত হলেও তাঁর জনসমর্থনে ভাটা পরেনি। বরং সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেই সময় দলের এই অবস্থানে কিছুটা হলেও তরুণ প্রজন্মের নেতৃত্বে অক্সিজেনের অভাব হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তাঁদের মতে, সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন থেকে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের সময় মূলত ছাত্র-যুব সম্প্রদায়ের নেতাদের রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি নজর কেড়েছিল। লড়াই আন্দোলন থেকে নির্বাচন সব জায়গাতেই তরুণ প্রজন্মের নেতৃত্বকে তুলে না ধরলে তাঁরা হতাস হবেন। যদিও বয়সের চাইতে দলীয় নেতাদের নীচুতলায় গিয়ে সংগঠন মজবুদ করার কাজে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছে দল। জাতীয় স্তর থেকে শাখা পর্যন্ত এই রণ কৌশলেরই সিদ্ধান্ত নিয়েছে বলে সিপিআই সূত্রে খবর।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বুড়ো হলেই ছাটাই নয়, মত সিপিআইয়ের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement