Cow Smuggling Case: মাথায় 'গুরু' এনামুলের হাত, সরকারি চাকরির সুযোগ ছেড়ে গরুপাচারে আব্দুল লতিফ?

Last Updated:

Cow Smuggling Case: ২০১৩ সালে লতিফের পরিচয় হয় আন্তজাতিক গরুপাচারের কিংপিং এনামুল হকের সঙ্গে। অভিযোগ, তারপরই শুরু হয় বিভিন্ন প্রভাবশালীদের সঙ্গে পরিচয়, ওঠা বসা, যার মধ্যে অনুব্রত অন্যতম।

গরুপাচারে আব্দুল লতিফ
গরুপাচারে আব্দুল লতিফ
#কলকাতা: বাবা ছিলেন কৃষি দফতরের কর্মী। সেই বেতন দিয়ে কোনও রকম চলত সংসার। হঠাৎ কর্মরত অবস্থায় মৃত্যু হয় বাবার, তারপর তার কাছে আসে কাজের সুযোগ, কিন্তু সরকারি চাকরিতে যোগ দেয়নি আব্দুল লতিফ। অভিযোগ, একপ্রকার সরকারি চাকরিকে না করেই তার মন চলে যায় গরু পাচার কারবাড়ির দিকে। মাথায় 'গুরু' এনামুলের হাত, ইলামবাজারের গরু হাটের খড় বিক্রেতা ধীরে ধীরে হয়ে ওঠে ওই গরু হাটের পাশাপাশি আরও বিভিন্ন গরু হাটের বাদশাহ।
২০১৩ সালে লতিফের পরিচয় হয় আন্তজাতিক গরুপাচারের কিংপিং এনামুল হকের সঙ্গে। অভিযোগ, তারপরই শুরু হয় বিভিন্ন প্রভাবশালীদের সঙ্গে পরিচয়, ওঠা বসা, যার মধ্যে অনুব্রত অন্যতম। কার্যত ২০১৩ সালের পর থেকেই পাল্টে যায় আব্দুল লতিফের লাইফস্টাইল। বোলপুরে রয়েছে তার মার্বেলের দোকান ,বিলাস বহুল বাড়ি, নামি দামি গাড়ি, এক কথায় সফল ব্যাবসায়ী হিসেবে পরিচিতি পেতে শুরু করে আব্দুল লতিফ।
advertisement
advertisement
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে, আব্দুল লতিফের কাজ ছিল ইলামবাজার-সহ বিভিন্ন গরু হাটগুলোতে তার দখলে নেওয়া। এই হাটগুলি থেকে উন্নত মানের গরু কেনা কম দামে এবং সেটি বাংলাদেশে পাচার করার করিডোর অবধি পৌঁছে দেওয়া। বিভিন্ন গরু হাট গুলিতে ছোট মাফিয়াদের সাথে সেটিং করত এনামুল , সেটিং করার পরে গরু হাট গুলো চলে যেত লতিফের কব্জায়। গরু হাটের বিষয়ে এনামুলের সবথেকে বিশ্বস্ত ছিল এই আব্দুল লতিফ।'
advertisement
সৌরভ তিওয়ারি
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cow Smuggling Case: মাথায় 'গুরু' এনামুলের হাত, সরকারি চাকরির সুযোগ ছেড়ে গরুপাচারে আব্দুল লতিফ?
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement