Enamul Haque: অনুব্রতর পর মুক্ত এনামুল! গরু পাচার মামলায় জামিন দিল সুপ্রিম কোর্ট
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Cow Smuggling: গরু পাচার মামলায় এবার জামিন পেলেন এনামুল হক। অনুব্রত মণ্ডলের পর এবার জেল থেকে বেরোলেন এনামুল হক। জামিন পেলেন সর্বোচ্চ আদালত থেকে। সোমবার ইডির করা মামলায় তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।
কলকাতা: গরু পাচার মামলায় এবার জামিন পেলেন এনামুল হক। অনুব্রত মণ্ডলের পর এবার জেল থেকে বেরোলেন এনামুল হক। জামিন পেলেন সর্বোচ্চ আদালত থেকে। সোমবার ইডির করা মামলায় তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ জামিনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গুরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তদের জামিন হয়ে যাওয়ার কারণেই তাকে জামিন দেওয়া হল বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁর বাড়ি থেকে নগদ ৪৫ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: গুণের ভাণ্ডার, রোজ খাচ্ছেন দই? সাবধান, কাদের খাওয়া একেবারে বারণ? শরীরের দফারফা হওয়ার আগেই জানুন
advertisement
প্রসঙ্গত, গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল এবং এনামুল হক। তাকে গ্রেফতার করে সিবিআই। ২০২১ সালে কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন এনামুল। গত শুক্রবার জামিনে মুক্ত হয়েছেন অনুব্রত মণ্ডল। এবার শীর্ষ আদালতের জামিনে মুক্তি পেলেন এনামুলও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2024 1:15 PM IST