গরুপাচার মামলায় আদালতে বড় ধাক্কা ইডির! সায়গলকে দিল্লি নেওয়ার আবেদন খারিজ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cow Smuggling Case: গরুপাচার মামলায় আসানসোল আদালতের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে পাচ্ছে না ইডি।
#কলকাতা: গরুপাচার মামলায় আসানসোল আদালতের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে পাচ্ছে না ইডি। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টেও।
সায়গলকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের রায়কেই বহাল রাখলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সায়গল হোসেনের মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ৪৬ লাখ টাকা জমা করা হয়েছিল। আদালতে জানায় ইডি। সায়গল হোসেন নিজেই এই টাকা ব্যাঙ্কে জমা দিয়েছিলেন বলেও এদিন আদালতে জানাল ইডি।
advertisement
advertisement
এদিন আদালতে ইডি জানায়, গরুপাচার মামলা সিবিআই তদন্ত করছে। তাছাড়া ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ইডি'ও তদন্ত শুরু করেছে। ইডি'র আদালত এই রাজ্যে কটা আছে? এমন প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইডির পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, জেল থেকেই গ্রেফতার করা হয়েছে সায়গলকে। সিবিআই হেফাজতে আছে সায়গল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2022 5:52 PM IST