Home Isolation Guideline: কোভিড রোগীর চিকিৎসা বাড়িতেই? মাস্ক থেকে ওষুধ-যে নিয়মগুলি না মানলেই নয়

Last Updated:

মৃদু উপসর্গ রয়েছে, কো-মরবিডিটি নেই এমন রোগীদের বাড়িতেই নিভৃতবাসে থাকতে বলছেন বিশেষজ্ঞরা।

হোম আইসোলেশানের নিয়মগুলি জানুন।
হোম আইসোলেশানের নিয়মগুলি জানুন।
#কলকাতা: অতিমারীর প্রকোপে ধুঁকছে দেশ। দ্বিতীয় ঢেউ তো বটেই, একটা বড় অংশেই শুরু হয়েছে তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করার পরিস্থিতি। দৈনিক আক্রান্তের সংখ্যা এখন তিন লক্ষ ছাড়িয়ে চার লক্ষের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেনের আকাল বড় সমস্যা। ভারসাম্য রাখতেই চিকিৎসকরা হাসপাতালে অযথা ভিড় বাড়াতে না করছেন। মৃদু উপসর্গ রয়েছে, কো-মরবিডিটি নেই এমন রোগীদের বাড়িতেই নিভৃতবাসে থাকতে বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেমন হবে সেই নিভৃতবাসের ধরন, নতুন গাইডলাইন জানুন।
তিন স্তরীয় মাস্ক
ঘরে চিকিৎসা হচ্ছে এমন করোনা রোগীকে সাধারণ মাস্ক ব্যবহার করতে না করেছে কেন্দ্র। বলা হচ্ছে ত্রিস্তরীয় মাস্ক ব্যবহার করতে। কতক্ষণ ব্যবহার করা যাবে এককেটি মাস্ক, তাই নিয়েও স্পষ্টই বলা হয়েছে। কেন্দ্র বলছে ব্যবহারের আট ঘণ্টা পর মাস্ক ফেলে দিতে হবে। এমনকি তার আগে মাস্ক যদি ভিজে বা শক্ত হয়ে গিয়েছে মনে হয় তা হলেও মাস্ক বাতিল করে নতুন মাস্ক পরতে হবে। যিনি ওই রোগীর দেখাশোনার দায়িত্বে আছেন, তার এন৯৫ মাস্ক পরা বাধ্যতামূলক।
advertisement
advertisement
রেমডিসিভির ব্যবহার
কেন্দ্রের স্পষ্ট নিদান ঘরে চিকিৎসা হচ্ছে এমন রোগীকে কখনওই রেমডিসিভির দেওযা যাবে না। আক্রান্তকে রেমডিসিভির দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন।
ভেন্টিলেশান
যে ঘরে রোগী থাকবেন তা যেন খোলামেলা হয়। ঘরে বাতাস চলাফেরার সঠিক ব্যবস্থা থাকা জরুরি।
প্রসঙ্গত অতিমারী বিশেষজ্ঞরা এই মুহূর্তে অনেকেই বলছেন, জুলাই আগস্ট নাগাদ তৃতীয় ঢেউ আচড়ে পড়তে পারে জুলাই আগস্ট নাগাদ। এক্ষেত্রে তারা সবচেয়ে এগিয়ে রাখছে মুম্বইকেই। খুব একটা সুবিধেজনক জায়গায় নেই এই রাজ্যও। নাভিশ্বাস উঠছে রাজধানী দিল্লির।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Home Isolation Guideline: কোভিড রোগীর চিকিৎসা বাড়িতেই? মাস্ক থেকে ওষুধ-যে নিয়মগুলি না মানলেই নয়
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement