• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • বাড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোল, দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ ভাড়াটিয়ার

বাড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোল, দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ ভাড়াটিয়ার

Representational Image

Representational Image

বাড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোল। সেই নিয়ে প্রতিদিনই ঝামেলা হল। বুধবার গন্ডগোল চলার সময় বৃদ্ধ দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল ভাড়াটিয়া।

 • Share this:

  #কলকাতা: বাড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোল। সেই নিয়ে প্রতিদিনই ঝামেলা হল। বুধবার গন্ডগোল চলার সময় বৃদ্ধ দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল ভাড়াটিয়া। বালিগঞ্জের দেওধর স্ট্রিটের ঘটনায় অভিযুক্ত সতীশকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মদ্যপ অবস্থায় এর আগেও বৃদ্ধ দম্পতিকে মারধর করে সতীশ।

  বাড়ির ভিতর জায়গা নিয়ে গন্ডগোল। গন্ডগোলের সময় বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দিল ভাড়াটিয়া। বুক, পেটে আঘাত নিয়ে হাসপাতালে ভরতি করতে হয় প্রবীণ দম্পতিকে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরেই এই ঘটনা বলে অভিযোগ

  বালিগঞ্জের দেওধর স্ট্রিটে পারিবারিক বসতি নিয়ে গন্ডগোলের শুরু।

  বাড়ির একটি অংশে থাকতেন ভোলার ভাইপো পিন্টু অন্য জায়গায় চলে গেলেও নিজের অংশে সতীশকে বসিয়ে যান বৈধ কাগজপত্র ছাড়াই সতীশ থাকছিলেন বলে অভিযোগ বাড়ির একটি অংশ ব্যবহার করা নিয়ে ভোলা সাউয়ের হুমকি দেয় বলেও অভিযোগ এদিন ফের ঝামেলা শুরু হতেই অস্ত্র নিয়ে চড়াও হয় সতীশ। সতীশের ছুরির ঘায়ে ভোলা ছাড়াও আহত হন তাঁর স্ত্রীও। এর আগেও একাধিকবার মদ খেয়ে তান্ডব চালানোর অভিযোগ সতীশের বিরুদ্ধে। বেশ কয়েকবার প্রতিবেশিদের সঙ্গেও ঝামেলায় জড়ায় সে।

  First published: