Cossipore Crematorium: ইঁদুরে আটকে দিল মৃতদেহ সৎকার, সকালবেলাই কাশীপুর মহাশ্মশানে বেনজির কাণ্ড! হতবাক সবাই

Last Updated:

কাশীপুর মহাশ্মশানে রয়েছে চারটি বিদ্যুতের চুল্লি৷ উত্তর কলকাতার অন্যতম বড় শ্মশান এটি৷

কাশীপুর মহাশ্মশানে ইঁদুরের তাণ্ডব৷
কাশীপুর মহাশ্মশানে ইঁদুরের তাণ্ডব৷
কলকাতা: ইঁদুরের দাপটে অতীতে বসে গিয়েছে ঢাকুরিয়া ব্রিজ৷ কলকাতার ফুটপাথের অনেক জায়গাতেও ইঁদুরের উপদ্রব দৃশ্যমান৷ এবার মূষিক কূলের দাপটে বন্ধ হয়ে গেল আস্ত শ্মশান, থমকে গেল মৃতদেহ সৎকারের কাজ৷
বুধবার সকালে এমনই ঘটনা ঘটে কলকাতা পুরসভার কাশীপুর মহাশ্মশানে৷ এ দিন সকাল ৯.১০ নাগাদ গোটা শ্মশানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ স্বাভাবিক ভাবেই শ্মশানের চারটি চুল্লিও অকেজো হয়ে পড়ে৷ যদিও সেই সময় চুল্লিতে কোনও দেহ ছিল না৷
advertisement
advertisement
বিদ্যুৎ বিভ্রাটের খবর পেয়ে শ্মশানে পৌঁছন সিইএসসি-র কর্মীরা৷ বিভ্রাটের কারণ খুঁজতে গিয়ে তাঁরা দেখেন, শ্মশানে বিদ্যুৎ সরবরাহ করা হয় যে হাই টেনশন সুইচ বক্স থেকে, সেখানেই ঢুকে পড়েছে একটি নধর আকারের ইঁদুর৷ যার জেরে বিচ্ছিন্ন হয়ে যায় গোটা শ্মশানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা৷
শ্মশান যে বন্ধ তা না জানায় সৎকারের জন্য এলেও ফিরিয়ে নিয়ে যেতে হয় কয়েকটি মৃতদেহ৷ আশেপাশের অন্যান্য শ্মশানগুলিকেও বিভ্রাটের কথা জানিয়ে দেওয়া হয়৷ পরিস্থিতি স্বাভাবিক করতে সকাল থেকেই কাজ করছেন সিইএসসি-র কর্মীরা৷ যদিও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সন্ধে গড়িয়ে যাবে বলে জানিয়েছেন তাঁরা৷
advertisement
কাশীপুর মহাশ্মশানের কর্মীরা জানাচ্ছেন, শ্মশান চত্বরে ইঁদরের দাপট অনেকদিন ধরেই৷ কিছুতেই বাগে আনা যায় তাদের৷ কিন্তু ইঁদুরের উপদ্রবে এত বড় বিভ্রাট যে ঘটে যাবে, তা ভাবতে পারেননি শ্মশানের কর্মীরাও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cossipore Crematorium: ইঁদুরে আটকে দিল মৃতদেহ সৎকার, সকালবেলাই কাশীপুর মহাশ্মশানে বেনজির কাণ্ড! হতবাক সবাই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement