Cossipore Crematorium: ইঁদুরে আটকে দিল মৃতদেহ সৎকার, সকালবেলাই কাশীপুর মহাশ্মশানে বেনজির কাণ্ড! হতবাক সবাই

Last Updated:

কাশীপুর মহাশ্মশানে রয়েছে চারটি বিদ্যুতের চুল্লি৷ উত্তর কলকাতার অন্যতম বড় শ্মশান এটি৷

কাশীপুর মহাশ্মশানে ইঁদুরের তাণ্ডব৷
কাশীপুর মহাশ্মশানে ইঁদুরের তাণ্ডব৷
কলকাতা: ইঁদুরের দাপটে অতীতে বসে গিয়েছে ঢাকুরিয়া ব্রিজ৷ কলকাতার ফুটপাথের অনেক জায়গাতেও ইঁদুরের উপদ্রব দৃশ্যমান৷ এবার মূষিক কূলের দাপটে বন্ধ হয়ে গেল আস্ত শ্মশান, থমকে গেল মৃতদেহ সৎকারের কাজ৷
বুধবার সকালে এমনই ঘটনা ঘটে কলকাতা পুরসভার কাশীপুর মহাশ্মশানে৷ এ দিন সকাল ৯.১০ নাগাদ গোটা শ্মশানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ স্বাভাবিক ভাবেই শ্মশানের চারটি চুল্লিও অকেজো হয়ে পড়ে৷ যদিও সেই সময় চুল্লিতে কোনও দেহ ছিল না৷
advertisement
advertisement
বিদ্যুৎ বিভ্রাটের খবর পেয়ে শ্মশানে পৌঁছন সিইএসসি-র কর্মীরা৷ বিভ্রাটের কারণ খুঁজতে গিয়ে তাঁরা দেখেন, শ্মশানে বিদ্যুৎ সরবরাহ করা হয় যে হাই টেনশন সুইচ বক্স থেকে, সেখানেই ঢুকে পড়েছে একটি নধর আকারের ইঁদুর৷ যার জেরে বিচ্ছিন্ন হয়ে যায় গোটা শ্মশানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা৷
শ্মশান যে বন্ধ তা না জানায় সৎকারের জন্য এলেও ফিরিয়ে নিয়ে যেতে হয় কয়েকটি মৃতদেহ৷ আশেপাশের অন্যান্য শ্মশানগুলিকেও বিভ্রাটের কথা জানিয়ে দেওয়া হয়৷ পরিস্থিতি স্বাভাবিক করতে সকাল থেকেই কাজ করছেন সিইএসসি-র কর্মীরা৷ যদিও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সন্ধে গড়িয়ে যাবে বলে জানিয়েছেন তাঁরা৷
advertisement
কাশীপুর মহাশ্মশানের কর্মীরা জানাচ্ছেন, শ্মশান চত্বরে ইঁদরের দাপট অনেকদিন ধরেই৷ কিছুতেই বাগে আনা যায় তাদের৷ কিন্তু ইঁদুরের উপদ্রবে এত বড় বিভ্রাট যে ঘটে যাবে, তা ভাবতে পারেননি শ্মশানের কর্মীরাও৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cossipore Crematorium: ইঁদুরে আটকে দিল মৃতদেহ সৎকার, সকালবেলাই কাশীপুর মহাশ্মশানে বেনজির কাণ্ড! হতবাক সবাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement