Corona: রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ১৮! ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ৯ মাসের সদ্যজাত
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Corona: কলকাতা মেডিক্যাল কলেজে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন ২। পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে বা পিকুতে চিকিৎসাধীন ৯ মাসের এক সদ্যোজাত। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই সদ্যোজাত ভর্তি হয় গত ২২ মে।
কলকাতাঃ কলকাতা মেডিক্যাল কলেজে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন ২। পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে বা পিকুতে চিকিৎসাধীন ৯ মাসের এক সদ্যোজাত। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই সদ্যোজাত ভর্তি হয় গত ২২ মে। অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে ওই নবজাতককে।
আরও পড়ুনঃ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছুঁল! মৃত্যু বেড়ে হল ৭! আরও ভয়াবহ হতে চলেছে কোভিডের কোপ?
আইসোলেশনে ৫৫ বছরের এক মহিলাও। গত ১৯ মে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত সাত দিনে এই নিয়ে রাজ্যে ১৮ জন করোনা আক্রান্তর হদিস মিলল। ভারতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ১০০০ পেরোল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে আজ সকাল পর্যন্ত ভারতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ১০০৯। সবচেয়ে বেশি অ্যাক্টিভ রোগী কেরলে (৪৩০), আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র (২০৯)। দিল্লিতে আক্রান্ত- ১০৪ জন।
advertisement
advertisement
চলতি মরশুমে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে- ৭ জনের। যার মধ্যে মহারাষ্ট্রে ৪, কেরলে ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৫ জন করোনা আক্রান্তের হদিস রাজ্যে। এখনও পর্যন্ত রাজ্যে ১৮ জন করোনা আক্রান্ত। কলকাতা মেডিক্যাল কলেজের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে রক্ত পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ। একজন আউটডোরে আসে। আরেকজনের অন্য একটি হাসপাতাল থেকে রক্ত পরীক্ষার জন্য আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 2:51 PM IST