করোনা বিপদেও ফিরছে না হুঁশ, হাটে-বাজারে এখনও জটলা, জেলায় জেলায় নিয়ম ভাঙার ছবি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
রাস্তায় অটো-টোটো-বাইকের ছড়াছড়ি।
#কলকাতা: দেশে করোনা আক্রান্ত আড়াই হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যাও ৫৬ ছাড়িয়েছে। তবুও হুঁশ ফিরছে না মানুষের। এখনও জেলায় জেলায় ভিড়। হাটে-বাজারে-চায়ের দোকানে জটলা। রাস্তায় অটো-টোটো-বাইকের ছড়াছড়ি।
আর কবে হুঁশ ফিরবে মানুষের? আর কবে বিপদ বুঝবেন আম জনতা? আর কবে সচেতন হবেন প্রত্যেকে? বিশ্বব্যপী মহামারীর মধ্যেও জেলায় জেলায় নিয়ম ভাঙার ছবি।
নামেই লকডাউন। পারস্পরিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্গাপুরের মাছ বাজারে শয়ে শয়ে মানুষ। একে অপরের ঘাড়ে উঠেই চলল কেনাকাটি।
advertisement
একই ছবি বাঁকুড়ার সবজি বাজারেও। লকডাউন উপেক্ষা করেই রাস্তাঘাটে থিকে থিকে ভিড়। পারস্পরিক দূরত্ব মানার বালাই নেই। ভাবটা এমন, যেন কিছুই হয়নি। কিছু হবেও না।
advertisement
বিশ্বব্যপী মহামারী করোনা ক্যানিংয়ের ক্ষেত্রে যেন আশীর্বাদ। হঠাৎ করে দাম করে যাওয়ায়, ক্যানিংয়ের বেতবেড়িয়ায় ডিম কেনার হিড়িক। ডিম কিনতে দোকানে উপচে পরা ভিড়।
চায়ের দোকান হোক বা পানের দোকান। ধূপগুড়ির রাস্তায় মানুষের জটলাই চেনা ছবি। লকডাউনের মধ্যেও রাস্তায় ভিড়ভাট্টা। কোথাওই মানা হচ্ছে না পারস্পরিক দূরত্ব।
মালদার কালিয়াচকে ভিড়ে ঠাসা দোকান-বাজার। ব্যাঙ্কেও গ্রাহকদের লম্বা লাইন। যান চলাচল প্রায় স্বাভাবিক।
advertisement
বিশ্বজুড়ে করোনা আক্রান্ত দশ লক্ষের বেশি মানুষ। দেশেও আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছুঁই ছুঁই। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন না মানলে এড়ানো যাবে না মৃত্যুমিছিল। এতকিছুর পরেও হুঁশ ফিরছে না মানুষের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2020 8:58 PM IST