করোনা আতঙ্কে লোক নেই! বিপুল ক্ষতির মুখে পড়েছে নিক্কো পার্ক
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
আরও সাবধান করতে পার্ক চত্বরে পঁচিশটি জায়গায় হাত ধোওয়ার সময় দেওয়া থাকছে সাবান
#কলকাতা: করোনা আতঙ্কে এমনিতেই অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ কম, কলকাতায় থাকলেও কার্যত অনেকেই ঘর বন্দী। করোনা আতঙ্কে শহরের সর্বত্র আতঙ্ক। সেই আতঙ্কের বাইরে নয় নিক্কো পার্ক। আতঙ্ক ও ভয়াবহতা আঁচ করে আগেই অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নিক্কো পার্ক কর্তৃপক্ষ। স্যানিটাইজার থেকে মাস্ক সব কিছু আছে পার্কে আসা লোকেদের জন্য। টিকিট নিয়ে নিক্কো পার্কের মেন গেটে এলে আগেই দেওয়া হচ্ছে হ্যান স্যানিটাইজার। তারপরে ভিতর গেলেও বিভিন্ন রাইডে উঠার আগেই দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। প্রতি ত্রিশ মিনিট অন্তর প্রতিটি রাইডে স্যানিটাইজার দিয়ে মুছে দেওয়া হচ্ছে।
আরও সাবধান করতে পার্ক চত্বরে পঁচিশটি জায়গায় হাত ধোওয়ার সময় দেওয়া থাকছে সাবান। এছাড়াও মাস্ক থাকছে পার্ক চত্বরে, যদিও কিনতে হবে পার্কে আসা লোকদের। রবিবার পার্কে আসা অনেকেই জানালেন, ‘এত কম লোক হবে তা ভাবা যায় না, তবে উদ্যোগ ভালো।’ এদিনই কেরালের এক দম্পতিতে দেখা গেল পার্ক চত্বরে। তারাও জানালেন তারামণ্ডলের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল করতে হয়েছে।
advertisement
এদিন নিক্কো পার্কের এম ডি ও সিইও অভিজিৎ দত্ত বলেন, ‘ফেব্রুয়ারিতে ১৫ হাজার লোক কম ছিল। মার্চের ১৫ দিনেই সেটা ২০ হাজার। বিপুল অঙ্কের ক্ষতি হচ্ছে। এখনও পার্ক খোলা থাকলেও সাবধানতাকে দেওয়া হচ্ছে সর্বাধিক গুরুত্ব। ওয়াটার পার্কের দিকেও নজর আছে। লোক কম, কিছু করার নেই। করোনা আতঙ্কে যখন বন্ধ শহরের বিভিন্ন জায়গায় তখন নিক্কো পার্ক খুলেও অন্যবারের মত দেখা মিলছে না লোকের। তাহলে কি আরও কমবে? প্রশ্ন তা এবার উঠছে।
advertisement
advertisement
Susovan Bhattacharjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2020 11:22 PM IST