#কলকাতা: মাঝখানে কিছুদিন একটু স্বস্তি ফিরলেও আবার নতুন করে সিঁদুরে মেঘ ঘনাচ্ছে কলকাতায়। রাজ্যে গত বেশ কয়েকদিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ থেকে ৯০০- র মধ্যে ঘোরাফেরা করছে। কলকাতায় মাঝখানে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমের দিকে থাকলেও গত কয়েকদিন ধরে তা ঊর্ধ্বমুখী। শনিবার কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ১০৯ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩ জন। কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা রাজ্যের মধ্যে সর্বাধিক।
করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার দু জনের। এখনো পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ 12 হাজার 608 জন। যদিও রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে বিচার করলে উত্তর 24 পরগনা জেলা সর্বাধিক। এই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৫৭৯ জন। শনিবারও এখানে কলকাতার পরই সর্বাধিক 79 জন করোনা আক্রান্ত হয়েছেে এবং করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৬২৪ জন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona death, Corona in kolkata, Coronavirus