ABIR GHOSHAL
#কলকাতা: করোনা সংক্রমণের জের ক্রমশ কমছে কলকাতা মেট্রোয় যাত্রী। গত দু'সপ্তাহে কমেছে যাত্রী। ইতিমধ্যেই কমানো হয়েছে দৈনিক মেট্রোর সংখ্যা। ১৩ তারিখ যাত্রী ছিল ২ লাখ ৬৭ হাজার ১৩ জন। ১৪ তারিখ যাত্রী ছিল ২ লাখ ৪ হাজার ৭১২ জন।১৫ তারিখ যাত্রী ছিল ১ লাখ ৬৩ হাজার ৪৩১ জন।১৬ তারিখ যাত্রী ছিল ২ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন।১৭ তারিখ যাত্রী ছিল ১ লাখ ৭২ হাজার ১০ জন।১৮ তারিখ যাত্রী ছিল ৮৩ হাজার ৭৬৫ জন।১৯ তারিখ যাত্রী ছিল ২ লাখ ৪২ হাজার ৫২৯ জন।২০ তারিখ যাত্রী ছিল ২ লাখ ২০ হাজার ৫৮ জন।২১ তারিখ যাত্রী ছিল ২ লাখ ৮ হাজার ৬ জন।২২ তারিখ যাত্রী ছিল ১ লাখ ৭৯ হাজার ৫২৪ জন।২৩ তারিখ যাত্রী ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৮৫ জন।২৪ তারিখ যাত্রী ছিল ১ লাখ ৫২ হাজার ৫৬১ জন।২৫ তারিখ যাত্রী ছিল ৫৭ হাজার ৬৫৪ জন২৬ তারিখ যাত্রী ছিল ১ লাখ ৩২ হাজার ৩৮৯ জন।
ফলে গত দু'সপ্তাহে যাত্রী কমেছে প্রায় ১ লাখের কাছাকাছি। একই রকম ভাবে যাত্রী কমতে শুরু করে দিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোতে। তবে গত দু'সপ্তাহ ধরে ১০০০ যাত্রী পেরোয়নি ইস্ট ওয়েস্ট মেট্রোয়। ফলে এই অংশে কমতে পারে ট্রেনের সংখ্যাও। মেট্রোরেল সূত্রে খবর, শারীরিক দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব চলাফেরা করতে পারা যায় সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে দূরত্বের মধ্যে মেট্রো রেল চলাফেরা করে তাতে অল্প সময়ের মধ্যে কত যাত্রীকে দূরে সরিয়ে রাখা হবে সেটা নিয়ে সংশয় আছে। মেট্রো সূত্রে খবর, প্রতি স্টেশনে সিসিটিভি নজর রাখা হচ্ছে। যাতে বিনা মাস্কে কেউ প্রবেশ করতে না পারে। তাপমাত্রা দেখা হচ্ছে শরীরের। তবে মানুষ সচেতন হচ্ছে বলে মনে করছে মেট্রো। তাই মাস্ক না পড়ার অপরাধে জরিমানা কমেছে মেট্রো রেলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Kolkata metro