মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, পরিবারের ১জনকে চাকরির প্রতিশ্রুতি রাজ্য সরকারের

Last Updated:

মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । পরিবারের একজনকে দেওয়া হবে চাকরিও ।

#কলকাতা: স্ট্র্যান্ড রোডের বহুতলের ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হল সাত জনের । তার মধ্যে ৫ জন দমকলকর্মী, ১ জন পুলিশকর্মী এবং একজন রেলের ডেপুটি সিকিউরিটি কমিশনারের দেহরক্ষী। মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । পরিবারের একজনকে দেওয়া হবে চাকরিও ।
ঘটনাস্থলে রয়েছেন ডিজি ফায়ার ও কলকাতা পুলিশের কমিশনার। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দমকলমন্ত্রী সুজিত বসু জানান, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে । কেন আগুন নেভানোর জন্য লিফট ব্যবহার করে উপরে যাওয়ার চেষ্টা করলেন দমকলকর্মীরা, তা এখনও ধোঁয়াশায় । সমস্ত দিক খতিয়ে দেখা হবে ।
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দমকলমন্ত্রী সুজিত বসু এবং দমকলকর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । কথা বলেন নিখোঁজদের পরিবারের লোকেদের সঙ্গেও । তবে গোটা ঘটনায় রেলের উপর নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি । জানান, রেলের কাছে ম্যাপ চাওয়া হলেও তা পাওয়া যায়নি । রেলের লোকও নাকি উদ্ধারকার্যে হাত লাগায়নি । তবে দুঃখজনক এই ঘটনা নিয়ে তিনি রাজনীতি করতে চান না বলেও এ দিন সংবাদ মাধ্যমের সামনে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, পরিবারের ১জনকে চাকরির প্রতিশ্রুতি রাজ্য সরকারের
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement