Bypoll| Election Commission| উপনির্বাচনের দিকে আরেক ধাপ? ভোট নিয়ে রাজনৈতিক দলগুলির পরামর্শ চাইল কমিশন

Last Updated:

Bypoll| Election Commission| এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা, নির্বাচন কি তাহলে সত্যিই এর মধ্যেই আয়োজিত হতে চলেছে?

#কলকাতা: কোভিড অতিমারীর আবহে কী ভাবে সুরক্ষিত নির্বাচন ও উপনির্বাচন আয়োজন করা সম্ভব সে ব্যাপারে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে চাইল। নির্বাচন কমিশনের তরফে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের নেতৃত্বকে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা, নির্বাচন কি তাহলে সত্যিই এর মধ্যেই আয়োজিত হতে চলেছে?
রাজ্যে সাত বিধানসভা আসনে আসন্ন নির্বাচন ও উপনির্বাচন পর্বের প্রেক্ষিতে কমিশনের এই চিঠি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।কমিশনের লেখা চিঠিতে বলা হয়েছে, দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন এবং একাধিক আসনে উপনির্বাচন বাকি রয়েছে। করোনা আবহে প্রচার নিরাপদে ভোট আয়োজনের ব্যাপারে ইতিমধ্যে কমিশন বিভিন্ন বিধি নিষেধ ও নির্দেশিকা জারি করেছে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলির আরও মতামত এবং পরামর্শ চাওয়া হয়েছে।৩০ অগাস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাঁদের মতামত এবং পরামর্শ কমিশনের কাছে জমা দিতে হবে। তার ভিত্তিতেই কমিশন বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে বলে চিঠিতে জানানো হয়েছে।
advertisement
রাজ্যে সাত বিধানসভা আসনে ভোট আসন্ন। ওই আসনগুলোতে দ্রুত ভোট পাব মিটিয়ে ফেলার জন্য বহুদিন ধরে দাবি জানাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফেও রাজ্যে উপনির্বাচন নিয়ে সক্রিয়তার ইঙ্গিত মিলেছে। এবার নির্বাচন কমিশনের এই মতামত চেয়ে চিঠি ও সক্রিয়তার অঙ্গ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
এখনই উপনির্বাচন হোক এমনটা চায় না বিজেপি।  বিজেপির একাংশের মত, নির্বাচন হলে তা বিজেপির বিপক্ষেই যাবে। নির্বাচনী লড়াইয়ের জন্য যে সাংগঠনিক জোর দরকার তৃণমূল স্তরে এখন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে বলে মনে করছেন বহু বিজেপি নেতা। তারা বরং জোর দিচ্ছেন পুরসভা ভোটে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bypoll| Election Commission| উপনির্বাচনের দিকে আরেক ধাপ? ভোট নিয়ে রাজনৈতিক দলগুলির পরামর্শ চাইল কমিশন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement