#কলকাতা: ২০১৯-এর নির্বাচনের প্রথম ঘণ্টাটাই বাজিয়ে দিলেন মমতা। শনিবার ব্রিগেডের মঞ্চে হাজির কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে অরুণাচল প্রদেশের প্রথম সারির বিরোধী নেতারা। মঞ্চে ‘ইউনাইটেড ইন্ডিয়া’ ৷ ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ স্লোগানেই শুরু হয়ে গেল সভা ৷
ছেলে ওমর আবদুল্লাকে নিয়েই ব্রিগেডের সভায় এদিন উপস্থিত হয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা ৷ কেন্দ্রে মোদি সরকারকে হটাতে সবাইকে একজোট হওয়ার আহবান জানান তিনি ৷ ফারুক আবদুল্লা এদিন বলেন, ‘‘ এটা একজনকে ক্ষমতা থেকে সরানোর বিষয় নয়, এটা দেশ বাঁচানোর বিষয় ৷ দেশে ধর্মের নামে বিভাজন চলছে ৷ এখানে হিন্দু-মুসলমান-শিখের মধ্যে বিভেদের চেষ্টা করা হচ্ছে ৷ সব জায়গায় আগুন লাগানোর চেষ্টা চলছে ৷ আমাদের একজোট হতে হবে, আত্মত্যাগ করতে হবে ৷ ’’
তিনি আরও বলেন, ‘‘ দেশে ভালোবাসা তৈরি করতে গেলে বিজেপিকে হঠাতে হবে ৷ একজোট হয়ে নির্বাচন করতে হবে ৷ এক জায়গায় এক নির্বাচন প্রয়োজন ৷ ইভিএমে চুরি হচ্ছে ৷ এই মেশিন দিয়ে ভোট করা উচিৎ নয় ৷ সবাই মিলে এর জন্য নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির কাছে যেতে হবে ৷ ’’
কাশ্মীর প্রসঙ্গে ফারুক আবদুল্লা বলেন, ‘‘ কাশ্মীর এই দেশের অংশ ৷ কাশ্মীরে মানুষ খুন চলছে ৷ কাশ্মীরের প্রত্যেক মানুষই এই দেশের সঙ্গে থাকতে চায় ৷ কিন্তু গত সাড়ে চার বছরে বিজেপি যা করেছে তা আসলে অত্যাচার ৷ কাশ্মীরিদের ভালোবাসতে হবে ৷ বাংলার মানুষ কাশ্মীরে যাক, দিল মিলাক ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।