পরীক্ষায় বসতে গেলে ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক, জয়পুরিয়া কলেজ প্রসঙ্গে কড়া পার্থ
Last Updated:
কোনওভাবেই কলেজে পড়ুয়াদের উপস্থিতির সঙ্গে আপোস করা যাবে না, জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবার জয়পুরিয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলেন, ‘‘কলেজে ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক ৷ উপস্থিতি নিয়ে কোনওরকম আপোস চলবে না ৷’’
#কলকাতা: কোনওভাবেই কলেজে পড়ুয়াদের উপস্থিতির সঙ্গে আপোস করা যাবে না, জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবার জয়পুরিয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলেন, ‘‘কলেজে ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক ৷ উপস্থিতি নিয়ে কোনওরকম আপোস চলবে না ৷’’
গতকালই এই ইস্যুতে জয়পুরিয়া কলেজে বিক্ষোভ দেখিয়েছে ছাত্ররা ৷ পড়ুয়াদের দাবি ছিল, উপস্থিতির হার কম থাকলেও পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে কর্তৃপক্ষকে ৷ ছাত্রদের এই দাবি না মানায় রণক্ষেত্রের চেহারা নেয় জয়পুরিয়া কলেজ ৷ দুপুর থেকে রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হয় প্রিন্সিপালকে ৷ প্রায় ১৫০ জন বি.কম দ্বিতীয় বর্ষের পড়ুয়া সামিল হয়েছিল এই বিক্ষোভে ৷
advertisement
advertisement
যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কলেজে প্রত্যেক ছাত্রছাত্রীর ৬০% উপস্থিতির হার বাধ্যতামূলক ৷ কিন্তু পড়ুয়াদের দাবি ছিল উপস্থিতির হার কমিয়ে ৫০% করতে হবে ৷ শেষ পর্যন্ত পুলিশ এসে উদ্ধার করে অধ্যক্ষকে ৷
এবার শিক্ষামন্ত্রীকেও পাশে পেল কলেজ কর্তৃপক্ষ ৷ উপস্থিতি নিয়ে ছাত্রছাত্রীর এমন অনৈতিক দাবিকে যে কোনওভাবেই সমর্থন করা হবে না সে সম্বন্ধেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2018 3:26 PM IST