পরীক্ষায় বসতে গেলে ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক, জয়পুরিয়া কলেজ প্রসঙ্গে কড়া পার্থ

Last Updated:

কোনওভাবেই কলেজে পড়ুয়াদের উপস্থিতির সঙ্গে আপোস করা যাবে না, জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবার জয়পুরিয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলেন, ‘‘কলেজে ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক ৷ উপস্থিতি নিয়ে কোনওরকম আপোস চলবে না ৷’’

#কলকাতা: কোনওভাবেই কলেজে পড়ুয়াদের উপস্থিতির সঙ্গে আপোস করা যাবে না, জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবার জয়পুরিয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলেন, ‘‘কলেজে ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক ৷ উপস্থিতি নিয়ে কোনওরকম আপোস চলবে না ৷’’
গতকালই এই ইস্যুতে জয়পুরিয়া কলেজে বিক্ষোভ দেখিয়েছে ছাত্ররা ৷ পড়ুয়াদের দাবি ছিল, উপস্থিতির হার কম থাকলেও পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে কর্তৃপক্ষকে ৷ ছাত্রদের এই দাবি না মানায় রণক্ষেত্রের চেহারা নেয় জয়পুরিয়া কলেজ ৷ দুপুর থেকে রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হয় প্রিন্সিপালকে ৷ প্রায় ১৫০ জন বি.কম দ্বিতীয় বর্ষের পড়ুয়া সামিল হয়েছিল এই বিক্ষোভে ৷
advertisement
advertisement
যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কলেজে প্রত্যেক ছাত্রছাত্রীর ৬০% উপস্থিতির হার বাধ্যতামূলক ৷ কিন্তু পড়ুয়াদের দাবি ছিল উপস্থিতির হার কমিয়ে ৫০% করতে হবে ৷ শেষ পর্যন্ত পুলিশ এসে উদ্ধার করে অধ্যক্ষকে ৷
এবার শিক্ষামন্ত্রীকেও পাশে পেল কলেজ কর্তৃপক্ষ ৷ উপস্থিতি নিয়ে ছাত্রছাত্রীর এমন অনৈতিক দাবিকে যে কোনওভাবেই সমর্থন করা হবে না সে সম্বন্ধেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
পরীক্ষায় বসতে গেলে ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক, জয়পুরিয়া কলেজ প্রসঙ্গে কড়া পার্থ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement