পেটে কোকেন ভরা ৪৪টি ক্যাপসুল নিয়ে কলকাতায় ব্রাজিলীয়, উদ্ধার হল মল থেকে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন ব্রাজিলীয় ওই যুবককে বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: দুবাই হয়ে কলকাতায় আসা ব্রাজিলীয় যুবক কোকেন পাচার করতে পারেন৷ এমন খবর আগে থেকেই ছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে৷ দুবাই হয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছনো ব্রাজিলীয় যুবককে দেখেই সন্দেহ হয় এনসিবি কর্তাদের৷ কিন্তু ততক্ষণে কোকেন ভর্তি ৪৪টি ক্যাপসুল গিলে ফেলেন ওই যুবক৷ শেষ পর্যন্ত এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা মলের সঙ্গে যুবকের পেটে থাকা ৪৪টি ক্যাপসুলই উদ্ধার করতে সক্ষম হন৷
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম পাওলো সিজার ফিনহেরিও বাস্টরস। গত ১২ অগাস্ট ব্রাজিল থেকে দুবাই হয়ে কলকাতায় পৌঁছয় সে৷ কলকাতা বিমানবন্দরে এনসিবি তাঁকে আটক করার পর থেকেই ৩১ বছর বয়সি ওই যুবকের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়৷পেটে ব্যথা শুরু হয়েছিল৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
advertisement
advertisement
প্রথমে যুবককে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর পেটে ব্যথার কারণ জানতে যুবকের পেটের এক্স রে করেন চিকিৎসকরা৷ তাতে দেখা যায় যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো জিনিস রয়েছে৷ এর পরেই আদালতের নির্দেশে ওই যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
এসএসকেএম হাসপাতালে ওই যুবকের চিকিৎসা শুরু হয়৷ শেষ পর্যন্ত ওষুধ প্রয়োগ করে যুবকের পেটে থাকা হলুদ রংয়ের ৪৪টি ক্যাপসুল তাঁর মলের সঙ্গে বের করে আনেন চিকিৎসকরা৷ সব মিলিয়ে উদ্ধার হওয়া কোকেনের ওজন প্রায় পাঁচশো গ্রাম৷ ক্যাপসুলগুলির মুখ খুলে দেখা যায়, তার প্রত্যেকটির মধ্যেই কোকেন ভরা৷
advertisement
এ দিন ব্রাজিলীয় ওই যুবককে বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা৷ ওই কোকেন কোথায় পাচার করা হচ্ছিল, যুবককে জেরা করে তা জানার চেষ্টা চলছে৷ যেভাবে ওই যুবকের পেট থেকে ৪৪টি ক্যাপসুল উদ্ধার করা হয়েছে, তাতে ভিআইপি রোডের ওই বেসরকারি হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের ভূমিকারও প্রশংসা করেছেন এনসিবি আধিকারিকরা৷
advertisement
প্রাথমিক ভাবে এনসিবি কর্তাদের ধারণা, ব্রাজিলীয় ওই যুবক আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য৷ ভারতে তার ক্রেতাদের জন্যই ওই কোকেন নিয়ে এসেছিলেন তিনি৷ কোথা থেকে ওই কোকেন নিয়ে আসা হচ্ছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 8:19 PM IST