Exclusive: কয়লা পাচার মামলায় ফাঁপড়ে প্রেসিডেন্সি জেল সুপার! নজিরবিহীন পদক্ষেপ হাইকোর্টের

Last Updated:

Coal Smuggling Case: অভিযুক্ত বিকাশ মিশ্রকে জেলে সুবিধা দেওয়ার অভিযোগ। প্রেসিডেন্সি জেল সুপারকে রুল জারি করে ডেকে পাঠাল বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
#কলকাতা : হাইকোর্টের নির্দেশ মানেনি প্রেসিডেন্সি জেল সুপার, রুল জারি করে ডেকে পাঠাল বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ। সাম্প্রতিক সময়ে নজিরবিহীন রুল জারি জেল সুপারের বিরুদ্ধে। কয়লা পাচার মামলায় অস্বস্তিতে প্রেসিডেন্সি জেল সুপার। অভিযুক্ত বিকাশ মিশ্রকে জেলে সুবিধা দেওয়ার অভিযোগ। অসুস্থ বিকাশের মেডিকেল পরীক্ষায় বাধা সুপারের। সিবিআই চিকিৎসককে জেলে বিকাশের স্বাস্থ্য পরীক্ষায় বাধা। আদালত অবমাননার রুল জারি প্রেসিডেন্সি জেল সুপারের বিরুদ্ধে। ২২ সেপ্টেম্বর হাই কোর্টে সশরীরে হাজিরার নির্দেশ দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
কয়লা পাচার মামলায় সিবিআই-এর হাতে প্রথম গ্রেফতার বিকাশ মিশ্র। ১৫ এপ্রিল ২০২১ গ্রেফতার হয় বিকাশ। তারপর থেকে বারবার শরীর খারাপের বাহানায় সিবিআই হেফাজত এড়িয়েছে সে। ২৯/৮/২০২২ সিবিআই অভিযোগ পেয়ে, জেলে সিবিআই চিকিৎসকদের দিয়ে বিকাশের ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়।
advertisement
advertisement
৩১ অগাস্ট প্রেসিডেন্সি জেলে গিয়ে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করে সিবিআই চিকিৎসক, সিবিআই চিকিৎসক জানান বিকাশ সুস্থ। ফের ৩ সেপ্টেম্বর ফের প্রেসিডেন্সি জেলে যায় সিবিআই চিকিৎসক। কিন্তু অভিযোগ, জেল সুপার স্বাস্থ্য পরীক্ষা না করিয়েই ফিরিয়ে দেয়। জেল সুপার জানায় স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে বিকাশের। আজ প্রেসিডেন্সি জেল সুপারের বিরুদ্ধে এমন তথ্য পেয়ে বিস্মিত হয়ে যান বিচারপতি জয়মাল্য বাগচি। এরপরই জেল সুপারের বিরুদ্ধে রুল জারি করে ডিভিশন বেঞ্চ।
advertisement
হাই কোর্টে সিবিআই-এর হয়ে সওয়াল করে আইনজীবী কল্লোল মণ্ডলরা জানান, ১৫ এপ্রিল বিকাশ মিশ্র গ্রেফতার হলেও এখনও তাঁকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই। বিকাশ সম্পর্কে বিনয় মিশ্রের ভাই। বিনয় দেশছাড়া। যথেষ্ট প্রভাবশালী বিকাশ ও বিনয়। প্রথমবার গ্রেফতার হয় ১৫ এপ্রিল ২০২১। শরীর খারাপ দেখিয়ে সরাসরি জেল হেফাজতে চলে যায় বিকাশ। আদালতের নির্দেশ মত তাঁকে বাইপাস লাগোয়া হাসপাতাল থেকে ফের গ্রেফতার করে সিবিআই ডিসেম্বর ২০২১-এ। এরপরে আবারও শরীর খারাপের অছিলায় জেলে ছিল এতদিন। প্রেসিডেন্সি জেল সুপারের আচরণ সন্দেহজনক ঠেকায় হয় কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেই মামলাতেই বৃহস্পতিবার রুল জারি নির্দেশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: কয়লা পাচার মামলায় ফাঁপড়ে প্রেসিডেন্সি জেল সুপার! নজিরবিহীন পদক্ষেপ হাইকোর্টের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement