CNG Bus List: ডিজেলের মতোই দাম বাড়ছে সিএনজি গ্যাসের, বাস চালানোই দায় হয়ে উঠেছে মালিকদের
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সিএনজি গ্যাস বিক্রি হয় লিটারে নয়, কেজিতে৷ কলকাতায় যার দাম এক কেজি ৯০ টাকা, পশ্চিম বর্ধমানে ৯৩ টাকা, হাওড়ায় ৯৫ টাকা, হুগলিতেও ৯৫ টাকা৷
#কলকাতা: পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বেড়ে যাওয়ার জন্য অনেক বাস মালিক চেয়েছিলেন সিএনজি চালিত বাস চালাতে৷ তার পরিপ্রেক্ষিতে সেই বাস রাস্তায় নামে। সেই বাস রাস্তায় নামিয়েও এবার সমস্যায় পড়ে গিয়েছেন বাস মালিকরা৷ কারণ সিএনজি বাসের জন্য সিএনজির জোগান যেমন কমে গিয়েছে, তেমনই যেভাবে গ্যাসের দাম ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে তাতে প্রতিদিন রাস্তায় বাস নামানো অসুবিধার হয়ে উঠেছে।
সিএনজি গ্যাস বিক্রি হয় লিটারে নয়, কেজিতে৷ কলকাতায় যার দাম এক কেজি ৯০ টাকা, পশ্চিম বর্ধমানে ৯৩ টাকা, হাওড়ায় ৯৫ টাকা, হুগলিতেও ৯৫ টাকা৷ এই গ্যাসের দাম প্রতিদিন বেড়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বাস মালিকদের৷ সিএনজি-র অভাবের কারণে শুধুমাত্র সাপুরজি থেকে উল্টোডাঙ্গা রুটের বাস চলাচলে সমস্যা হচ্ছে এমনটা নয়। সিএনজির জোগান পর্যাপ্ত না থাকায় বেসরকারি বাসের মালিকরা বাস নামাতেও পারছেন না।
advertisement
সূত্রের খবর, শখেরবাজার থেকে সাপুরজি ও কামালগাজি থেকে বারাসত রুটে বাস চালাতে প্রস্তুত বেসরকারি বাস মালিকরা। তাদের তরফে সিএনজি নিয়ে বাস চালাতে চান। কিন্তু সিএনজি'র জোগান সে অর্থে নেই, তাই বাস নামাতে চাইছেন না অনেকেই, অভিযোগ বাস মালিক সংগঠনের প্রতিনিধি টিটো সাহার।
advertisement
advertisement
সিএনজির সমস্যা যে আছে তা মেনে নিয়েছেন রাজ্যের নয়া পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।তিনি জানিয়েছেন, 'বেঙ্গল গ্যাস এজেন্সির সঙ্গে এই বিষয়ে একটা চুক্তি হয়েছিল। কিন্তু একাধিক টেকনিক্যাল কারণে পুরোপুরি সিএনজি সরবরাহ তারা করে উঠতে পারছেন না৷ আমরা এই বিষয়ে কথা বলছি। আশা করছি শীঘ্রই একটা সমাধান সূত্র বেরোবে।'
নেই পর্যাপ্ত সিএনজি ৷ তাই পরিবেশবান্ধব বাস চালাতে গিয়ে হোঁচট খাচ্ছেন বাস সংগঠনের প্রতিনিধিরা ৷ দিনে যাত্রী নিয়ে চার বার বাস চালাতে চাইলেও, থামতে হচ্ছে দু'টি ট্রিপেই। আর বাকি সময়ে লম্বা লাইন দিতে হচ্ছে সিএনজি জোগাড়ের জন্য, এমনটাই অভিযোগ বাস মালিকদের।
advertisement
পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন, বাস চালাতে প্রতিদিন ৩৬ কেজি গ্যাস লাগে অথচ সেই পরিমাণ গ্যাস মিলছে না। ফলে ট্রিপ কমছে ৷ শহর কলকাতা জুড়ে পরিবেশবান্ধব বাস চালাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার৷ দূষণমুক্ত পরিবেশ গড়তে পরিবেশবান্ধব যানবাহনের উপরে জোর দেওয়া হবে বলে জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2022 10:13 AM IST