CMC: রাজ্যের সেরা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান কলকাতা মেডিক্যাল কলেজ! স্বীকৃতি কেন্দ্রীয় সংস্থা ICMR-এর
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
CMC: ফের রাজ্যের সেরা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান কলকাতা মেডিক্যাল কলেজ। সেরার স্বীকৃতি কেন্দ্রীয় সংস্থা ICMR ( ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ) এর।
কলকাতা: ফের রাজ্যের সেরা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান কলকাতা মেডিক্যাল কলেজ। সেরার স্বীকৃতি কেন্দ্রীয় সংস্থা ICMR ( ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ) এর। গবেষণায় পূর্ব ভারতে সেরার স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
এরপরের স্থান পিজি হাসপাতাল বা এসএসকেএম হাসপাতালের। ৫ জন এমবিবিএস পাঠরত ছাত্রকে গবেষণার জন্য ৫০ লাখ টাকার আর্থিক অনুদান। ১০ মূল্যমানের মধ্যে 8 নম্বর পায় মেডিক্যাল কলেজ।
advertisement
I am very happy to know that the Indian Council of Medical Research (ICMR) has declared Kolkata Medical College Hospital the Best Research Institution in Eastern India.
SSKM Hospital is in the second place.
My heartiest congratulations to all concerned!
I have always…
— Mamata Banerjee (@MamataOfficial) March 24, 2025
advertisement
দেশের মধ্যে আশিটি মেডিক্যাল কলেজকে আইসিএমআর সাহায্য করে থাকে। গত কুড়ি এবং একুশে মার্চ দিল্লিতে মিটিং ছিল এই মেডিক্যাল কলেজগুলিকে নিয়ে। সেখানেই এই সিদ্ধান্ত হয়। সেরার সম্মান পায় কলকাতা মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন: ‘এবার বড় কিছু হতে চলেছে’! বাংলাদেশে সেনা-ছাত্রনেতা বৈঠকের পরই ‘ফিসফিস’ শুরু, আওয়ামি লীগ ফিরছে?
৫টি বিষয়ের উপর ভিত্তি করে তাঁদের মূল্যায়ন করে আইসিএমআর–
সেগুলি হল: ১, কতগুলি গবেষণা চলছে? ২, কতগুলি গবেষণা সম্পূর্ণ হয়েছে? ৩, কতগুলি গবেষণা জার্নালে প্রকাশিত? ৪, কতগুলি বিষয়ে পেটেন্ট মিলেছে বা নতুন প্রজেক্ট তৈরি হয়েছে? ৫, কেন্দ্রের পাঠানো ১.২৫ কোটি টাকা অনুদানের ন্যূনতম ৭০% ব্যবহার হয়েছে কিনা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2025 9:05 PM IST










