‘অন্য দলের প্ররোচনায় পা দেবেন না’, এবার সোশাল মিডিয়ায় অবিলম্বে পরিষেবা স্বাভাবিকের আর্জি মমতার

Last Updated:
#কলকাতা: এবার পরিষেবা স্বাভাবিকের আর্জি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদলের প্ররোচনায় পা না দেওয়ার বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা স্বাভাবিক করার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফের বললেন, অবিলম্বে স্বাভাবিক করা হোক রাজ্যের চিকিৎসা পরিষেবা ৷
চিকিৎসকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বার্তা ৷ তিনি লেখেন, ‘ অন্য দলের প্ররোচনায় পা দেবেন না ৷ চিকিৎসা পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে ৷ অবিলম্বে স্বাভাবিক পরিষেবা চালু হোক ৷’
এনআরএস কাণ্ডে পদক্ষেপ নেওয়ার কথাও পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন, ‘আমরা সব পদক্ষেপ করেছি ৷ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা জামিন পাননি ৷ আক্রান্ত চিকিৎসকের চিকিৎসার ব্যবস্থা ৷ ৩ দিন আগে যা ঘটেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ বহু মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ দূর-দূরান্তের শিশুরা চিকিৎসা পাচ্ছে না ৷ এই পরিস্থিতি কাম্য নয় ৷’
advertisement
advertisement
একইসঙ্গে নিজের বার্তায় চিকিৎসকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ বলেন, ‘যে চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন ৷ সেই চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ ৷ সরকারি স্বাস্থ্য পরিষেবা সাধারণের জন্যই ৷ এই পরিষেবা ফেরাতে সকলকে আবেদন ৷’
এনআরএস কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা বিধ্বস্ত ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি সত্ত্বেও সময়সীমা শেষ হওয়ার পরও স্বাভাবিক হয়নি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বরং মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা ডাক্তারদের গণইস্তফা ও রাজ্যপালের হস্তক্ষেপের দাবি ৷ যত সমস্যা এগিয়েছে অবনতি হয়েছে পরিস্থিতির ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘অন্য দলের প্ররোচনায় পা দেবেন না’, এবার সোশাল মিডিয়ায় অবিলম্বে পরিষেবা স্বাভাবিকের আর্জি মমতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement