অচলাবস্থা কাটাতে এবার সিনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর চিঠি, পরিষেবা স্বাভাবিক রাখার আর্জি
Last Updated:
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সময়সীমা শেষ ৷ তাও কর্মবিরতি কাটিয়ে কাজে ফিরলেন না জুনিয়র ডাক্তাররা ৷ এবার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিনিয়র চিকিৎসকদের কাছে চিঠি লিখে আবেদন মমতার ৷ রাজ্যের প্রবীণ চিকিৎসক ও অধ্যাপকদের চিঠি দিয়ে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী ৷
হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে চিঠি ৷ এসএসকেএম থেকেই রাজ্যের প্রবীণ চিকিৎসক ও অধ্যাপকদের চিঠি লিখে এই পরিস্থিতিতে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এনআরএস কাণ্ডের প্রতিবাদে ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা ৷ অচলাবস্থা কাটাতে এদিন হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কাজে ফেরার হুঁশিয়ারি দেন ৷ সঙ্গে বলেন নির্দেশ অমান্য করলে জারি করা হবে এসমা ৷ ছাড়তে হবে হস্টেল ৷ মিলবে না কোনও সরকারি সুযোগ সুবিধা ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকেরা ৷ গণইস্তফার হুঁশিয়ারির সঙ্গে সঙ্গে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের প্রতিনিধি দল ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2019 4:25 PM IST