"দাঁড়িয়ে আছো তুমি আমার....এই গানে সঙ্গত করেছিলাম", পুজো উদ্বোধনে এসে সন্ধ্যা-নির্মলাকে মনে পড়ে গেল মমতার

Last Updated:

তবে কিছুটা মনভারও ছিল মুখ্যমন্ত্রীর৷ মনে পড়ছিল, সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্রের কথা৷

#কলকাতা: উৎসবের আনন্দের মাঝেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুললেন না প্রিয় শিল্পীদের৷ পুজো উদ্বোধনে এসে মনে করে গেল তাঁর প্রিয় 'সন্ধ্যাদি', 'নির্মলাদি'র কথা৷ এই বছরে আমরা হারিয়েছি তাঁদের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় ছিলেন দুজনেই৷ তাঁরাও ভালবাসতেন মমতাকে৷
চেতলা অগ্রণীতে এসে আরও একবার তাঁদেরই স্মরণ করলেন মমতা৷ বললেন, "সান্যাল ডেপুটি মেয়র ছিল। তিনি একবার একটি অনুষ্ঠান করেছিলেন। আমি ছিলাম সেখানে। দাঁড়িয়ে আছো তুমি আমার....এই গানে সঙ্গত করেছিলাম। নির্মলা দির জন্য কিছু করতে হবে। সন্ধ্যা মুখোপাধ্যায় নামে লেক গার্ডেন্স বাঙ্গুর পার্ক, প্রণব মুখোপাধ্যায়ের নামে রাস্তা। সুব্রত মুখোপাধ্যায় স্ট্যাচু হবে একডালিয়ায়।" মহালয়ার সন্ধ্যায় জেলায় জেলায় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলা অগ্রণী থেকেই হয় উদ্বোধন৷
advertisement
তিনি বলেন, "আমার ভাল লাগছে সব জেলা, কালিম্পং থেকে ঝাড়গ্রাম এক হয়ে গিয়ে বাংলা মাকে নিয়ে এসেছন। আমি গ্রাম বাংলাকে দেখতে পাচ্ছিলাম। এত সুন্দর আয়োজন করেছে জেলাগুলো। ভার্চুয়ালি উদ্বোধন করে ভাল লাগল। এর আগে কোভিডের সময় অনেক পুজো উদ্বোধন করেছিলাম এই ভাবে নবান্ন থেকে। সবাই মিলিত হয়েছেন। সবাইকে দেখতে ভাল লাগছে। আমরা সবাইকে অভিনন্দন জানাই।"
advertisement
advertisement
জেলাগুলিকে শুক্রবারের মধ্যেই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। জেলার আধিকারিকেরা সেই তালিকা নবান্নে জমা দিয়েছিলেন। তবে রবিবার প্রথম নয়৷ বৃহস্পতিবার কলকাতায় তিনটি পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা পুলিশের ভূমিকার প্রসঙ্গ তুলে বলেন, "পুলিশের এই কদিন অনেক কাজ আছে। ক্লাবের ছেলেরাও কাজ করে৷ তোমাদের দায়িত্ব রাস্তা যেন সচল থাকে। অনেক লোক এখানে দেখতে আসেন। পাশেই আবার সুরুচি।"
advertisement
আরও পড়ুন: পেট্রোল পাম্পে আসা মানুষদের উপদেশ, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে তৃণমূল
চেতলার প্রতিমার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ বিশেষ করে শিল্পী সুব্রতকে অভিনন্দন জানান৷ মেয়রের পুজোর থিম এবার ১৬ কলা পূর্ণ। কারণ কলাগাছ দিয়েই তৈরি করা হয়েছে একটা গোটা মণ্ডপ। বাংলার বারোমাসে তেরো পার্বণে কলাগাছ না থাকলেই নয়। এবার সেই কলাগাছের বাকল থেকে তন্তু বার করে তরল প্যারাফিনে চুবিয়ে রেখে বানানো হয়েছে গোটা মণ্ডপ। গত তিন বছর ধরে নিজের স্টুডিওতে এই মণ্ডপের সামগ্রী তৈরি করেছেন শিল্পী সুব্রত মুখোপাধ্যায়। তাঁরই থিম এবার চেতলা অগ্রণীতে '১৬ কলা পূর্ণ'। সেই দেড় লক্ষ কলাগাছের বাকল থেকেই গোটা মণ্ডপ তৈরি করে ফেলেছে ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী। তবে কিছুটা মনভারও ছিল মুখ্যমন্ত্রীর৷ মনে পড়ছিল, সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্রের কথা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
"দাঁড়িয়ে আছো তুমি আমার....এই গানে সঙ্গত করেছিলাম", পুজো উদ্বোধনে এসে সন্ধ্যা-নির্মলাকে মনে পড়ে গেল মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement