প্রায় সবকটি জেলা পরিষদই জিতবে তৃণমূল: মমতা
Last Updated:
চলছে পঞ্চায়েত ভোটের গণনা। এখনও পর্যন্ত বাংলায় সবুজের ঝড় বহাল রয়েছে!
#কলকাতা: চলছে পঞ্চায়েত ভোটের গণনা। এখনও পর্যন্ত বাংলায় সবুজের ঝড় বহাল রয়েছে! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা জানান, প্রায় সবকটি জেলা পরিষদেই জিতবে তৃণমূল জিতবে ৷ আর এ ব্যাপারে তিনি নিশ্চিত হওয়ার কথাই বলেছেন ৷
মুখ্যমন্ত্রীর আরও বলেন, ‘সুপ্রিম কোর্টে তথ্য গোপন করা হয়েছে। সিপিএম-কংগ্রেস-মাওবাদী একজোট হয়েছে। বিরোধীরা অনেক জায়গায় প্রার্থী পায়নি। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ভোটের দিন বাংলাদেশের লোক আনা হয়। অসম-ঝাড়খণ্ড থেকে টাকা ঢুকেছে ভোটে।'
advertisement
advertisement
এখনও পর্যন্ত যা ফল বেরিয়েছে তাতে গ্রামবাংলায় সবুজ ঝড় অব্যাহত। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, তিন স্তরের বেশিরভাগ আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। তিন হাজার দুশো চুয়ান্নটি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশই তৃণমূলের দখলে। পঞ্চায়েত সমিতির আসনে গণনা চলছে। সেখানেও তৃণমূলের আধিপত্য। যে কয়েকটি জেলা পরিষদের আসনের গণনা হয়েছে তাতেও জোড়াফুলের দাপট। প্রত্যাশামতোই বাম-কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। ভোটের আগেই বিনা লড়াইয়ে তৃণমূল দখল নিয়েছে বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলা পরিষদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2018 8:44 PM IST