#কলকাতা: পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর ৷ সোমবার নেতাজি ইন্ডোরে আয়োজিত পার্শ্ব শিক্ষকদের রাজ্য সম্মেলনে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পার্শ্বশিক্ষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ এবার থেকে এসএসসি ও টেট-এ পার্শ্বশিক্ষকদের জন্য বিশেষ সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি নিজে এই সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও অডিও বার্তায় এই সংরক্ষণের ভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী ৷
এদিন পার্শ্ব শিক্ষকদের রাজ্য সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, পার্শ্বশিক্ষকদের নিয়ে একাধিক ভাবনা রয়েছে সরকারের ৷ এর মধ্যে মুখ্যমন্ত্রী জানান, এসএসসি অর্থাৎ রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পার্শ্বশিক্ষকদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণের ভাবনা রয়েছে সরকারের ৷ এছাড়া প্রাথমিক টেট পরীক্ষাতেও আসন্ন পরীক্ষায় বিশেষ সুবিধা পেতে পারেন পার্শ্বশিক্ষকেরা ৷ পার্শ্বশিক্ষকদের জন্য টেটে ৩০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যে ৪৮ হাজার পার্শ্বশিক্ষক কর্মরত ৷
আরও পড়ুন
শিক্ষা দফতর এই প্রস্তাব বাস্তবায়ন করলে আসন্ন শিক্ষক নিয়োগের পরীক্ষায় বাকি চাকরিপ্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন রাজ্যর পার্শ্বশিক্ষক পদে কর্মরত হাজার হাজার চাকরিপ্রার্থী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Para Teacher, Para Teachers, Primary TET, School Service Commission, SSC