দ্বিতীয় দফায় ৫০০ পুজোর 'টার্গেট'! জেলায় জেলায় উদ্বোধনে মুখ্যমন্ত্রী! জেলাগুলি থেকে তালিকা চাইল নবান্ন

Last Updated:

CM Durga Puja Inauguration: দ্বিতীয় দফায় ৫০০টিরও বেশি পুজো উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি জেলা থেকে ন্যূনতম ৩০ টি করে পূজোর তালিকা চাওয়া হল। সোমবারের মধ্যেই সেই তালিকা পাঠানোর নির্দেশ জেলাগুলিকে দিয়েছেন নবান্ন বলেই সূত্রের খবর।

পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
#কলকাতা: মহালয়ার দিন অর্থাৎ রবিবার রাজ্যজুড়ে ২৫৩ টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দ্বিতীয় দফায় তার থেকে বেশি রাজ্যজুড়ে পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করতে চলেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে নবান্ন। সূত্রের খবর দ্বিতীয় দফায় ৫০০টিরও বেশি পুজো উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই প্রতিটি জেলা থেকে এই উদ্বোধনের জন্য তালিকা চাওয়া হল। জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা থেকে অন্তত ন্যূনতম ৩০টি করে পুজোর তালিকা পাঠাতে হবে। মঙ্গলবার অথবা বুধবারই এই পুজো গুলি ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।
সাম্প্রতিক সময় কলকাতা ছাড়া মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলার এত সংখ্যক পূজা উদ্বোধনের নজির নেই বলেই দাবি করছেন প্রশাসনিক আধিকারিকদের একাংশ। এবারে বাংলা দুর্গাপুজো ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি পেয়েছে। সেই স্বীকৃতিকে সম্মান জানিয়ে গত পয়লা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত বিশেষ শোভাযাত্রা করেছেন। শুধু তাই নয়, সেই শোভাযাত্রা থেকে ইউনেস্কোর প্রতিনিধিদের বিশেষ সম্মানও জানানো হয়েছে রাজ্যের তরফে।
advertisement
advertisement
গত বৃহস্পতিবার থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন শুরু করেছেন। রবিবারের পর সোমবারও এক ডজন পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মূলত দক্ষিণ কলকাতার বেহালা, খিদিরপুর লাগোয়া পুজো গুলির উদ্বোধন করার কথা এদিন মুখ্যমন্ত্রীর। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারেও পুজো উদ্বোধন কে কেন্দ্র করে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী র। আর তাই কলকাতার সঙ্গে তাল মিলিয়ে এবার জেলাগুলির পুজো গুলির নিয়েও বিশেষ ভাবনায় মুখ্যমন্ত্রী।
advertisement
নবান্ন সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় দফায় এত সংখ্যক পুজোর উদ্বোধন কিভাবে হবে তার জন্য বিশেষ নির্দেশ দিয়ে দেওয়া হবে নবান্নের তরফে। অন্যদিকে এবার পুজোকে কেন্দ্র করে বিশেষ কার্নিভাল অনুষ্ঠান আয়োজন করতে চলেছে রাজ্য। কলকাতা পাশাপাশি বিভিন্ন জেলাতেও পুজোর এই কার্নিভাল অনুষ্ঠান আয়োজিত হবে। তার জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে রাজ্যের তরফে। যদিও রাজনৈতিক মহল মনে করছে জেলাগুলির এত সংখ্যক পুজো উদ্বোধন কার্যত জনসংযোগেরই হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দ্বিতীয় দফায় ৫০০ পুজোর 'টার্গেট'! জেলায় জেলায় উদ্বোধনে মুখ্যমন্ত্রী! জেলাগুলি থেকে তালিকা চাইল নবান্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement