‘নেতাজি অন্তর্ধান রহস্য লজ্জাজনক’ , ফের নেতাজি ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

‘নেতাজি অন্তর্ধান রহস্য লজ্জাজনক’ , ফের নেতাজি ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

#কলকাতা: নেতাজি আবেগ উসকে দিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২১ তম জন্মজয়ন্তীতে তাঁর মন্তব্য, দেশ স্বাধীন হলেও, নেতাজির অন্তর্ধান নিয়ে রহস্য থেকেই গেছে। এ ঘটনা লজ্জাজনক। সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ্যে আনার দাবি তুলেছেন তিনি। একইসঙ্গে ফের নেতাজি ও স্বামী বিবেকানন্দের জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবিও তুলেছেন।
আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২১ তম জন্মবার্ষিকী এবং ১২২তম জন্মদিন। ঘুরেফিরে আবারও উঠল তাঁর অন্তর্ধান প্রসঙ্গও। রেডরোডের অনুষ্ঠান মঞ্চ থেকে নেতাজি সংক্রান্ত সব তথ্য ফের প্রকাশ্যে আনার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
‘নেতাজির অন্তিম সময় নিয়ে দেশবাসী জানতে চান ৷ তাঁর যে মর্যাদা পাওয়া উচিত ছিল ৷ তিনি সেটা পাননি ৷’
advertisement
advertisement
নেতাজি সংক্রান্ত যতগুলি ফাইল রাজ্যের হাতে ছিল তা মুখ্যমন্ত্রীর উদ্যোগেই প্রকাশ্যে আনা হয়েছিল। কিছু ফাইল সর্বসমক্ষে এনেছিল কেন্দ্রীয় সরকারও। কিন্তু, সম্প্রতি একটি আরটিও-র উত্তরে কেন্দ্র জানায়, তাইহোকু বিমান দুর্ঘটনাতেই মারা গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। আর তাতেই বিতর্ক চরমে ওঠে। মঙ্গলবার, সুভাষচন্দ্র বসুর ভারত-ভাবনার কথা তুলে ধরে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন মমতা। তিনি বলেন,
‘আজও নেতাজির অন্তর্ধান রহস্য জানা যায়নি ৷ এটা জানতে না পারাটা লজ্জা ৷ যোজনা কমিশন তৈরি করেন নেতাজি ৷ তাঁর সেই উদ্যোগ ভেঙে দেওয়া হয় ৷’
advertisement
নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবিতে আগেই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। রেডরোডের অনুষ্ঠান মঞ্চ থেকে নেতাজিকে রাজনৈতিক মর্যাদা দেওয়ার দাবি তুললেন মমতা।
অনড় মনোভাব। পরাধীনতার শেকল ভাঙতে নেতাজির প্রাণপণ লড়াই। বাঙালির সেই আবেগেই এদিন ঘা দিলেন মুখ্যমন্ত্রী। তুলে ধরলেন সুভাষ চন্দ্র বসুর সংহতি ও সম্প্রীতির বার্তাও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘নেতাজি অন্তর্ধান রহস্য লজ্জাজনক’ , ফের নেতাজি ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement