Exclusive: কালীঘাটের বাড়িতেই কেন বৈঠক? এই মিটিংয়েই সমাধান? নিউজ ১৮ বাংলা-কে জানালেন মমতা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee Exclusive: মুখ্য সচিব চিঠি দিলেন জুনিয়ার চিকিৎসকদের৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই আবার বৈঠকের আসার জন্য অনুরোধ করেছে সরকার। মিটিংয়েই কী মিটবে সমস্যা? ফের কালীঘাটের বাড়িতেই কেন বৈঠক? এমন একাধিক প্রশ্নের উত্তর দিলেন খোদ মুখ্যমন্ত্রী।
কলকাতা: ফের বৈঠকের আহ্বান। জুনিয়র চিকিত্সকদের মিটিংয়ে আসার জন্য অনুরোধ জানাল সরকার। মুখ্য সচিব চিঠি দিলেন জুনিয়ার চিকিৎসকদের৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই আবার বৈঠকের আসার জন্য অনুরোধ করেছে সরকার। মিটিংয়েই কী মিটবে সমস্যা? ফের কালীঘাটের বাড়িতেই কেন বৈঠক? এমন একাধিক প্রশ্নের উত্তর দিলেন খোদ মুখ্যমন্ত্রী।
নিউজ ১৮ বাংলাকে মুখ্যমন্ত্রী জানান, ‘‘মিটিংয়ে আসার জন্য এটা ফিক্স টাইম (নির্ধারিত সময়) থাকবে। আমি নিজেও ধরনায় গিয়েছি। আমার এখনও ছোটদের কাছে অনুরোধ থাকবে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা চেষ্টা করে দেখি। তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে।’’
advertisement
advertisement
লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। বৃষ্টির মাথায় করেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বন্যা পরিস্থিতির কথা উল্ল্যেখ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যারা চায় না এটা হোক, আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের কথা ভেবে একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিত্সা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস্যাটার সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত।’’
advertisement
কিন্তু এই এক মিটিংয়েই কী মিটে যাবে সমস্যা? মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘সবসময়তো সবটা হয় না, তবে কিছুটাতো হয়। আমরাও চিন্তিত, আমিও চাই তিলোত্তমার বিচার হোক এবং সঙ্গে সঙ্গে ডাক্তাররাও সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমি তাদের আবেদন জানিয়েছি। আমাদের কমিটি ইতিমধ্যেই ইমেল পাঠিয়েছে। তারা যদি আসেন ৪ টা থেকে ৫ টার মধ্যে, আমরা মিটিংটা ৫ টায় করতে পারি।’’
advertisement
ফের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। মুখ্যমন্ত্রীর বাসভবনে কেন হবে মিটিং? এ নিয়ে আগেই উঠেছে প্রশ্ন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজকে নবী দিবস। আপনারা জানেন আজ সরকারি ছুটি। সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না। যদিও এখন কেউ ছুটিতে নেই, বন্যার কাজে ব্যস্ত। আমার বাড়িতে আমি যখন থাকি, এটা সরকারি অফিস হয়ে যায়।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 2:37 PM IST