Mamata Banerjee || পুজোর মুখে ডেঙ্গু প্রতিরোধে কড়া মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে যা বললেন মমতা...

Last Updated:

Mamata Banerjee || ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

#কলকাতা: কলকাতায় ফের বাড়ছে ডেঙ্গু৷ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর মন্তব্য, "ডেঙ্গুটা বেড়েছে কয়েকটা জায়গায়, দেখে নিতে হবে। ডেঙ্গি ম্যালেরিয়ার জন্য যে অ্যাডটা আছে, চালিয়ে দাও।"
ডেঙ্গু প্রতিরোধে এবার দুয়ারে ফিভার ক্যাম্প করবে কলকাতা পুরসভা। কুড়ি থেকে ২৫ টি ওয়ার্ড ডেঙ্গুপ্রবণ। সেই ওয়ার্ডেই এই ফিভার ক্যাম্প হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। করোনার মত ডেঙ্গুতেও এই প্রথম সরকারি হাসপাতালে শয্যা সংরক্ষিত। শহরের তিনটি হাসপাতালে শয্যা সংরক্ষিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। শহরের চার সরকারি হাসপাতালে চালু হচ্ছে ২৪ ঘণ্টার জন্য মশা বাহিত রোগের পরীক্ষাকেন্দ্র। করোনার মতোই এবার ডেঙ্গু পজেটিভ ধরা পড়লে যে কোনও বেসরকারি ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টারকে সরকারকে জানাতে হবে। সেটা বাধ্যতামূলক করতে চলেছে স্বাস্থ্যভবন।সোমবার শহরের ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে রিভিউ বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম। পুর কমিশনার বিনোদ কুমার, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী সহ পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: হাওড়ার রসপুরের রায় পরিবারের পুজোয় শুধুই ইতিহাসের গন্ধ, জানুন
পুজোর আগে কোনও ব্যাপারেই ঘাটতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী৷ ডেঙ্গুর মতো অসুখ রোধে যেমন ব্যবস্থা নিচ্ছেন, তেমনই কোনওরকম দুর্ঘটনা যাতে না হয়,সেই বিষয়টি সুনিশ্চিত করতে জোর দিয়েছেন মমতা৷ রাফ ড্রাইভিং এড়াতে মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশ। যেগুলো ব্ল্যাকস্পট সেখানে ড্রাইভ স্লো লেখা থাকবে। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফের পরেও কেন এত দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ ব্ল্যাক স্পটগুলোতে বিশেষ নজরদারির কথা বলেছেন মমতা।
advertisement
পুজোর ঢাকে কাঠি পড়তে আর কয়েকদিন৷ এ বারের পুজো অন্যবারের থেকে অবশ্যই আলাদা৷ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব৷ তার উপর কোভিড পরিস্থিতি কাটিয়ে দু-বছর পরে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন৷ তাই কোনওরকম গাফিলতির জায়গা রাখবে না রাজ্য সরকার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee || পুজোর মুখে ডেঙ্গু প্রতিরোধে কড়া মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে যা বললেন মমতা...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement