Mamata Banerjee: ‘স্বরাষ্ট্রমন্ত্রী দায় নেবে?’ SIR ঘোষণা হতেই পরপর আত্মহত্যার ঘটনা! কেন্দ্রকে তোপ মমতার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: এস আই আর ঘোষনা হওয়ার পরেই একের পর এক মৃত্যুর ঘটনা।
কলকাতা: এস আই আর ঘোষনা হওয়ার পরেই একের পর এক মৃত্যুর ঘটনা। যা নিয়ে এবার সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) ঘোষণা হওয়ার পরের ৭২ ঘণ্টায় পর পর তিনটি ঘটনার খবর পাওয়া গিয়েছে। এই তিনটি ঘটনার উল্লেখ্য করে কেন্দ্রকে সরাসরি তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘‘পানিহাটিতে আত্মহত্যার ঘটনা, কোচবিহারের দিনহাটায় আত্মহত্যার চেষ্টা ঘটনা, ইলাম বাজারের ঘটনা। এই ঘটনাগুলোর দায় কে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী দায় নেবে এই ঘটনাগুলোর? বিজেপির সাহস আছে কথা বলার? যুগ যুগ ধরে বাংলায় মানুষ তার সম্মানের সঙ্গে বাস করে এসেছে। এখন তাদের বাধ্য করা হচ্ছে জানানোর জন্য এই বাংলায় তাদের জন্ম নাকি?’’
advertisement
advertisement
আরও পড়ুন: মঙ্গলের জোড়া গোচরে ডবল ধামাকা! ৩ রাশির শুরু হবে গোল্ডেন টাইম, কেরিয়ারে সাফল্যের ঝড়, টাকার বৃষ্টি
advertisement
জনগণকে আশ্বস্ত করে মমতা আশ্বাস, ‘‘আমি সব নাগরিকের কাছে আবেদন করব ভরসা হারাবেন না, প্ররোচিত হবেন না। আমাদের মা মাটি মানুষ সরকার আপনাদের সঙ্গে রয়েছে। এনআরসি কোনওভাবেই এখানে কার্যকর হতে দেওয়া যাবে না। সামনের দরজা দিয়ে নয়,পিছনের দরজা দিয়েও নয়। একটিও বৈধ নাগরিককে বহিরগত হতে দেব না। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব জনগণের অধিকার রক্ষা করতে এবং বিজেপির অপপ্রচার বন্ধ করতে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2025 5:37 PM IST

