Mamata Banerjee: মঙ্গলে আদ্যাপীঠে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাঠ করলেন আদ্যা স্তোত্র

Last Updated:

Mamata Banerjee: মঙ্গলবার বিকেল বেলায় আদ্যাপীঠ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের কামনা পূরণ হল, পুজো দেওয়ার পর এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।

আদ্যাপীঠ মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী
আদ্যাপীঠ মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী
কলকাতা : প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি পূজা করেন। বেশ কয়েকদিন ধরে তাঁর মন চাইছিল আদ্যাপীঠে পুজো দেবেন। সেই মতো মন্দির কর্তৃপক্ষের কাছে পুজো দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। মঙ্গলবার বিকেলে সেখানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বেরিয়ে বিকেলে আদ্যাপীঠ মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। পুজো দেওয়ার পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকা ঘুরেও দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। দর্শন শেষে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “আদ্যা মায়ের দর্শন সম্পন্ন হল। মা-সহ সমস্ত মাকে শ্রদ্ধা জানালাম মাতৃ মন্দিরে গিয়ে।”
এদিন আদ্যাপীঠের তরফে একটি অ্যাম্বুল্যান্স ও অন্নদা অতিথি নিবাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান ২০০৯ সালের রেলমন্ত্রী থাকার সময় মাকে একটি লাল পেড়ে সাদা সুতির শাড়ি কিনে দিয়েছিলেন। সেটি নিয়ে মুখ্যমন্ত্রীর মা ও ছোট বোন আদ্যাপীঠে এসেছিলেন। বিকেল পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কারণ মন্দিরের তরফে তাঁদের বলা হয়েছিল আরও ভাল কোনও শাড়ি না এলে সেটিই বিগ্রহকে পরানো হবে। বিকেলেও যখন কোনও ভাল শাড়ি আসেনি, তখন সেই শাড়িটিই নিয়ে পরানো হয়।
advertisement
আরও পড়ুন :  ক্লাস টুয়েলভের পর এখনও পর্যন্ত মাত্র ২ টি বই পড়েছেন! পেটিএম মালিকের কথায় অবাক নেটিজেনরা
মুখ্যমন্ত্রী বলেন “ভাবলে এখনও গায়ে কাটা দেয়। কেউ বিশ্বাস করতে পারেন, কেউ নাও পারেন। ” মুখ্যমন্ত্রী আরও বলেন “এতে রাজনীতিরও কোন রং নেই।”
advertisement
এদিন আদ্যাপীঠ পৌঁছে পুরনো মন্দিরে গিয়ে আদ্যা স্তোত্র পাঠ করেন মুখ্যমন্ত্রী। শাড়ি নিবেদন করে পূজো দিয়ে আরতিও করেন তিনি। আদ্যাপীঠ মন্দিরের তরফে মুখ্যমন্ত্রীকে শাড়ি এবং ভোগপ্রসাদ তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন “আদ্যাপীঠ কর্তৃপক্ষ অনেক কিছু করার চেষ্টা করেন। যদি ওঁরা মনে করেন, আমায় বললে সাধ্যমতো সহযোগিতা করব।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: মঙ্গলে আদ্যাপীঠে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাঠ করলেন আদ্যা স্তোত্র
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement