Paytm CEO Vijay Shekhar Sharma : ক্লাস টুয়েলভের পর এখনও পর্যন্ত মাত্র ২ টি বই পড়েছেন! পেটিএম মালিকের কথায় অবাক নেটিজেনরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Paytm CEO Vijay Shekhar Sharma: বিজয়শেখর শর্মা সম্প্রতি জানিয়েছেন তিনি ক্লাস টুয়েলভ পাশ করার পর এখনও পর্যন্ত জীবনে মাত্র ২টি বই পড়েছেন
বই পড়ার অভ্যাস মানুষের চরিত্রগঠনে বড় ভূমিকা নেয়৷ এই ধারণার বশবর্তী হয়ে অনেক সময়েই ধরে নেওয়া হয় যে জীবনে সফল ব্যক্তিত্বরা বহু বইপত্র পড়েছেন৷ তাঁদের বইপাঠের ব্যপ্তি হয়তো কাজের দুনিয়া ছাড়িয়ে বহু দূর বিস্তৃত৷ সেই প্রচলিত ধারণা চূর্ণ হয়ে গেল পেটিএম কর্ণধারের সাম্প্রতিক ট্যুইটে৷ সংস্থার প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মা সম্প্রতি জানিয়েছেন তিনি ক্লাস টুয়েলভ পাশ করার পর এখনও পর্যন্ত জীবনে মাত্র ২টি বই পড়েছেন৷ স্বীকার করেছেন বই পড়ার অভ্যাসে তিনি খুবই খারাপ৷ ক্লাস টুয়েলভ পাশ করার পর তিনি স্টিভ জোবস-এর জীবনী এবং আরও একটি বই ‘স্ট্রেট ফ্রম গাট’ পড়েছেন৷
তাঁর কথায়, ‘‘আমি সত্যি খুব খারাপ বই পড়ার অভ্যাসে৷ সবে ৪৫ বছর বয়স হয়েছে আমার৷ এবং আমি ‘সাইকোলজি অব মানি’ বইটির কিছু অংশ পড়েছি মাত্র৷ সত্যি কথা বলতে কী, ক্লাস টুয়েলভের পর থেকে আমি কেবল দুটো বই সম্পূর্ণ পড়েছি৷ স্টিভ জোবসের জীবনী এবং ‘স্ট্রেট ফ্রম গাট’৷ অন্যদিকে, আমি যখন স্কুলে ছিলাম, দিদিদের বিএ এমএ ক্লাসের বই পড়তাম৷ যেগুলির সঙ্গে আমার বিষয়ের কোনও সম্পর্কই ছিল না৷’’ তিনি লিখেছেন ট্যুইটারে৷
advertisement
I am really bad at reading books. I just completed my 45th and only book I have read few chapters of is : Psychology of Money.
In fact, since class 12, I have only read two books : Steve Jobs Biography and Straight from the Gut.
I wish, I get better & read these awesome books.… https://t.co/zqDj16IYLp— Vijay Shekhar Sharma (@vijayshekhar) June 11, 2023
advertisement
advertisement
বিজয়শেখরকে বলা হয়েছিল এমন ১০ টি বইয়ের তালিকা দিতে যেগুলি যে কোনও মানুষের ৪৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই পড়ে ফেলা উচিত৷ তার উত্তরেই তিনি এ কথা জানিয়েছেন৷ ভাষাগত সমস্যাও তাঁর বইপড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন এই ধনকুবের৷ জীবনে ইংরেজি বই অনেক পরেই পড়েছেন তিনি৷ তবে তাঁর আশা, আগামী দিনে ভাল ভাল বই পড়বেন৷
advertisement
তাঁর এই ট্যুইটে নেটিজেনরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন৷ বইপ্রেমীরা জানিয়েছেন, পাঠের অভ্যাস শুরু করার কোনও নির্দিষ্ট বয়স নেই৷ যে কোনও বয়সেই বই পড়ার অভ্যাস শুরু করা যায়৷ তাঁদের আশা ভবিষ্যতে বিজয়শেখর তাঁদের সঙ্গে বই পড়ার অভিজ্ঞতাও ভাগ করে নেবেন৷ অনেকে পড়ার জন্য বইয়ের নামও জানিয়েছেন তাঁকে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 8:22 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Paytm CEO Vijay Shekhar Sharma : ক্লাস টুয়েলভের পর এখনও পর্যন্ত মাত্র ২ টি বই পড়েছেন! পেটিএম মালিকের কথায় অবাক নেটিজেনরা