CM Mamata Banerjee|| মমতা বন্দ্যোপাধ্যায় 'স্বাস্থ্য ইঙ্গিত' প্রকল্পের সূচনা করলেন, রইল বিনামূল্যে প্রত্যন্ত গ্রামে চিকিৎসার প্রতিশ্রুতি

Last Updated:

CM Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এই প্রকল্প রূপায়নের ফলে প্রত্যন্ত গ্রামের রোগীদেরও সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। রাজ্যের গ্রামাঞ্চলে যে সব স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখান থেকেই টেলিমেডিসিনের এই প্রকল্প রূপায়িত হবে।

#কলকাতা: স্বাস্থ্যই সম্পদ। সমাজের অন্যতম ভিত্তি। ফলে ৩৪ বছরের বাম (CPIM) জমানার অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) তৃণমূল সরকার (AITMC) ক্ষমতায় আসে ২০১১ সালে। প্রথমবার শপথগ্রহনের দিন থেকেই স্বাস্থ্য ব্যবস্থাকে (Health Sector) আলাদা নজরে রেখেছেন তিনি। জেলায় জেলায় হাসপাতাল পরিকাঠামো (Government Hospital Infrastructure) উন্নয়নের পাশাপাশি, জেলা সদর হাসপাতাল (District Hospital) থেকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র (Primary Health Center) ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন। এ বারে  প্রত্যন্ত গ্রামেও বিশেষজ্ঞ চিকিৎসকদের (Specialised Doctors Advice) পরামর্শ পৌঁছে দিতে 'স্বাস্থ্য ইঙ্গিত' (Swasthya Ingit Scheme) নামে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।
নয়া এই প্রকল্পটিকে রাজ্যের টেলিমেডিসিনে অন্তর্ভুক্ত করা হল। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) 'খেলা হবে' প্রকল্পের  (Khela Hobe Scheme) উদ্বোধনী অনুস্থানে গিয়ে এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী (Healh Minister of West Bengal Mamata Bandyopadhyay) তথা মুখ্যমন্ত্রী। এই প্রকল্প রূপায়নের ফলে প্রত্যন্ত গ্রামের রোগীদেরও সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। রাজ্যের গ্রামাঞ্চলে যে সব স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখান থেকেই টেলিমেডিসিনের এই প্রকল্প রূপায়িত হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ পাবেন যে কোনও রোগী বা রোগীর পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee|| মমতা বন্দ্যোপাধ্যায় 'স্বাস্থ্য ইঙ্গিত' প্রকল্পের সূচনা করলেন, রইল বিনামূল্যে প্রত্যন্ত গ্রামে চিকিৎসার প্রতিশ্রুতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement