#Breaking: আন্দোলনকারীদের দাবী মেনে বৈঠক সরাসরি সম্প্রচারের অনুমতি মুখ্যমন্ত্রীর
Last Updated:
#কলকাতা: আবারও সমস্যার সমাধানে উদ্যোগী সরকার ৷ মেনে নেওয়া হল আন্দোলনকারীদের দাবি ৷ লাইভ সম্প্রচারের অনুমতি নবান্নের ৷ লাইভ সম্প্রচারের ব্যবস্থা করবে সরকার ৷ তবে লাইভ হবে কি না সিদ্ধান্ত সংবাদমাধ্যমেরই ৷ আন্দোলনকারীদের চিঠি দিয়ে জানালেন প্রদীপ মিত্র ৷আন্দোলনকারীদের নবান্নে নিয়ে যেতে বাসও পাঠিয়েছে রাজ্য ৷
সরকার ও জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে এতক্ষণ অব্যাহত ছিল জটিলতা । সংবাদমাধ্যমের লাইভ টেলিকাস্ট করার সিদ্ধান্ত নিয়ে অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা। কালই তাঁরা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেকোনও জায়গায় আলোচনায় রাজি। তবে দুটি নতুন শর্তও দিয়েছিলেন আন্দোলনকারীরা। বৈঠকে সংবাদমাধ্যমকে থাকতে দিতে হবে। থাকবেন প্রতিটি মেডিক্যাল কলেজের প্রতিনিধি। পরে সংবাদমাধ্যমকে রাখার শর্ত বাতিল করে ভিডিওগ্রাফির আবেদন করেন জুনিয়র ডাক্তাররা। আজ আন্দোলনকারীরা ফের স্পষ্ট করেন, সংবাদমাধ্যমের উপস্থিতিতেই আলোচনা চান তাঁরা।
advertisement
স্বাস্থ্যক্ষেত্রে এই জটিলতায় আদতে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষেরই ৷ সেই সমস্যার কারণেই জটিলতা কাটাতে উদ্যোগী সরকারের নমনীয় মনোভাব ৷ আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ায় এবার রাজ্যের সঙ্গে ডাক্তারদের বৈঠকে আর কোনও বাধা রইল না ৷ চিকিৎসকদের তরফে ১৪টি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নবান্নে যাওয়ার কথা রয়েছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2019 2:43 PM IST