School Close Notice: স্কুল ছুটি নিয়ে ফের এল বড় নির্দেশ! বৃহস্পতিবার থেকে কতদিন বন্ধ থাকবে? বড় খবর
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
School Close due to Cyclone Dana: বুধবার বেশ কয়েকটি বেসরকারি স্কুল খোলা ছিল, তা রাজ্যের নজরে এসেছে। সরকারি ও সরকারি অনুমোদিত স্কুলগুলিতে ইতিমধ্যেই ছুটি দেওয়ার ঘোষণা হয়েছে।
কলকাতাঃ মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও কেন বেসরকারি স্কুল খোলা? অবিলম্বে বেসরকারি স্কুলগুলি যাতে বন্ধ রাখা হয় আগামিকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার, তা নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সচিবকে নির্দেশ। স্কুল শিক্ষা দফতরের সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে আজ বুধবার বেশ কয়েকটি বেসরকারি স্কুল খোলা ছিল, তা রাজ্যের নজরে এসেছে। সরকারি ও সরকারি অনুমোদিত স্কুলগুলিতে ইতিমধ্যেই ছুটি দেওয়ার ঘোষণা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও এই সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন স্কুল শিক্ষা সচিবকে।
আরও পড়ুনঃ স্থলভাগ থেকে এই মুহূর্তে কতদূরে দাপাচ্ছে ‘দানা’? কতক্ষণ ধরে চলতে পারে তুমুল তাণ্ডব? সাইক্লোনের বড় আপডেট
এদিকে, দানার গতিবিধির উপর কাল রাতভর নজরদারি চলবে নবান্ন। দানা পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের মধ্যে দীর্ঘক্ষন বৈঠক নয়। ৯ জেলার উপর প্রতিনিয়ত নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাগুলির সঙ্গে দফায় দফায় রিভিউ মিটিংয়ের নির্দেশ আজ বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী-মুখ্য সচিবের বৈঠকে দেওয়া হয়। আগামিকাল রাতভর মুখ্য সচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা রাতভর নজরদারি চালাবেন দানার গতিবিধি উপর।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2024 9:07 PM IST