মায়ের হাত ধরে পথচলা শুরু! সেই পুজো আজ ৪৮ বছরে!মাতৃ আরাধনায় মুখ্যমন্ত্রী
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
এই বছর ৪৮ বছরে পা দিল মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো। প্রতি বছর নিজের হাতেই পুজোর যাবতীয় আচার অনুষ্ঠান পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় একাধিক বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ হয় প্রতি বছর।
কলকাতা: আজ দীপাবলি, দেশের সঙ্গে গোটা রাজ্যজুড়ে পালিত হবে কালীপুজো। আর সেই শক্তি আরাধনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। নিজের বাড়ির পুজোয় বরাবরের মতো এই বছরেও মহা ধুমধামের সঙ্গে পালন করবেন তিনি।
এই বছর ৪৮ বছরে পা দিল মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো। প্রতি বছর নিজের হাতেই পুজোর যাবতীয় আচার অনুষ্ঠান পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় একাধিক বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ হয় প্রতি বছর। ভোগ রান্না থেকে শুরু করে পুজোর যাবতীয় আচার একা হাতেই নিষ্ঠা ভরে সেইসব দায়িত্ব পালন করেন তিনি। ইতিমধ্যেই, বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। সন্ধ্যায় হবে পুজো।
advertisement
জানা যায়, মুখ্যমন্ত্রীর মায়ের হাত ধরে এই পুজোর সূচনা হয়। এখন সেই পুজোর দায়িত্ব পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোয় থাকেন অভিষেক বন্দোপাধ্যায়ও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 20, 2025 5:19 PM IST







