টিডিপি-কে অভিনন্দন, বিজেপি বিরোধী জোটের আহ্বান মমতার
Last Updated:
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সপা-বিএসপি জোটের সামনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ আবার শুক্রবারই পুরোপুরি বিজেপির সঙ্গত্যাগ করল তেলেগু দেশম পার্টি। এরপরই বিরোধী দলগুলির মধ্যে আত্মবিশ্বাসের মাত্রা যেন আর বেশ কিছুটা বেড়ে গিয়েছে ৷
#কলকাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সপা-বিএসপি জোটের সামনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ আবার শুক্রবারই পুরোপুরি বিজেপির সঙ্গত্যাগ করল তেলেগু দেশম পার্টি। এরপরই বিরোধী দলগুলির মধ্যে আত্মবিশ্বাসের মাত্রা যেন আর বেশ কিছুটা বেড়ে গিয়েছে ৷ টিডিপি-র সঙ্গে বিজেপি-র সঙ্গত্যাগের পরই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
চন্দ্রবাবু নায়াডুর দলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, টিডিপির এনডিএ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ পাশাপাশি তিনি বলেন, দেশকে দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷ কারণ এই সিদ্ধান্তই দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে।
I welcome the TDP's decision to leave the NDA. The current situation warrants such action to save the country from disaster
— Mamata Banerjee (@MamataOfficial) March 16, 2018
advertisement
advertisement
পাশাপাশি মুখ্যমন্ত্রী সমস্ত বিরোধী দলগুলিকে অনুরোধ জানিয়েছেন এক জোট হয়ে কাজ করার জন্য ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে কেন্দ্রকে নিশানা করেন ৷ দেশ জুড়ে বেড়ে চলা অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট হয়ে লড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
I appeal to all political parties in the Opposition to work closely together against atrocities, economic calamity and political instability — Mamata Banerjee (@MamataOfficial) March 16, 2018
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2018 2:49 PM IST