টিডিপি-কে অভিনন্দন, বিজেপি বিরোধী জোটের আহ্বান মমতার

Last Updated:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সপা-বিএসপি জোটের সামনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ আবার শুক্রবারই পুরোপুরি বিজেপির সঙ্গত্যাগ করল তেলেগু দেশম পার্টি। এরপরই বিরোধী দলগুলির মধ্যে আত্মবিশ্বাসের মাত্রা যেন আর বেশ কিছুটা বেড়ে গিয়েছে ৷

#কলকাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সপা-বিএসপি জোটের সামনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ আবার শুক্রবারই পুরোপুরি বিজেপির সঙ্গত্যাগ করল তেলেগু দেশম পার্টি। এরপরই বিরোধী দলগুলির মধ্যে আত্মবিশ্বাসের মাত্রা যেন আর বেশ কিছুটা বেড়ে গিয়েছে ৷ টিডিপি-র সঙ্গে বিজেপি-র সঙ্গত্যাগের পরই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
চন্দ্রবাবু নায়াডুর দলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, টিডিপির এনডিএ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ পাশাপাশি তিনি বলেন, দেশকে দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷ কারণ এই সিদ্ধান্তই দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে।
advertisement
advertisement
পাশাপাশি মুখ্যমন্ত্রী সমস্ত বিরোধী দলগুলিকে অনুরোধ জানিয়েছেন এক জোট হয়ে কাজ করার জন্য ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে কেন্দ্রকে নিশানা করেন ৷ দেশ জুড়ে বেড়ে চলা অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট হয়ে লড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
টিডিপি-কে অভিনন্দন, বিজেপি বিরোধী জোটের আহ্বান মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement