Clinical Trial: চুক্তি ভিত্তিক কর্মীদের মেয়াদ শেষ! আচমকা দেশজুড়ে থমকে গেল ডাক্তারি গবেষণা
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
নতুন কোনও গবেষণার প্রস্তাব ৫ অগাস্টের পর আর নথিভুক্ত করা হচ্ছে না। বিপাকে পড়েছেন চিকিৎসা-গবেষণার সঙ্গে যুক্ত চিকিৎসক এবং বিজ্ঞানীরা।
#কলকাতা : কেন্দ্রীয় ওয়েবসাইটের সমস্যায় দেশ জুড়ে থমকে ডাক্তারি গবেষণা। চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য আগে অনলাইনে নথিভুক্ত করতে হয় ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রি-ইন্ডিয়া ওয়েবসাইটে। কিন্তু সেটি যারা চালায়, কেন্দ্রীয় সেই চুক্তিভিত্তিক কর্মীদের মেয়াদ শেষ হওয়ায় কাজ থমকে গিয়েছে সি টি আর আই - এর। ফলে নতুন কোনও গবেষণার প্রস্তাব ৫ অগাস্টের পর আর নথিভুক্ত করা হচ্ছে না। বিপাকে পড়েছেন চিকিৎসা-গবেষণার সঙ্গে যুক্ত চিকিৎসক এবং বিজ্ঞানীরা।
দেশে যত ক্লিনিক্যাল ট্রায়াল হয়, ২০০৭ থেকে তেমন ৪৫ হাজারেরও বেশি গবেষণার তথ্যাবলি সি টি আর আই এর অনলাইন ডেটায় মজুত রয়েছে। এই ডেটাবেসের রক্ষণাবেক্ষণ করেন চিকিৎসা - বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদরা। এঁদের একটা অংশই কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক কর্মীর। এঁদেরই চুক্তি ফুরিয়েছে গত ৩০ জুন। তার পর চুক্তির নবীকরণ হয়নি। প্রতিষ্ঠান এখন কার্যত কর্মীহীন অবস্থায় রয়েছে। ১ লা জুলাই থেকে এর অগস্ট পর্যন্ত ১,০৬০ টি ট্রায়াল নথিভুক্ত রয়েছে। এরমধ্যে বাংলার ট্রায়াল ৪৪ টি। ফলে নিয়ম অনুযায়ী, এই সময়ে ট্রায়ালও শুরু করা যায়নি।
advertisement
advertisement
যদিও নিয়ামক সংস্থা আই সি এম আরের দাবি, সব কিছুই স্বাভাবিক রয়েছে। কিন্তু কেন গত বেশ কয়েক দিনে একটিও ট্রায়াল নথিভুক্ত হয়নি, এর কোনও সদুত্তর এখনও পর্যন্ত মেলেনি। ফলে এস এস কে এম হাসপাতালের শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের মতো গোটা দেশের অসংখ্য চিকিৎসক - গবেষক বিপাকে পড়েছেন। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানান, ‘ব্রেস্ট ক্যান্সার সাজারিতে এস এস কে এম-এ আমার বিশেষ পদ্ধতি নিয়ে একটি ক্লিনিক্যাল ট্রায়াল করানোর ছিল চলতি মাসেই! কী হবে, এখনও জানা নেই আমাদের।'
advertisement
প্রসঙ্গত, চুক্তি ভিত্তিক ওই কর্মীদের মামলা এই মুহূর্তে দিল্লি হাই কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। কোর্টের বিচারাধীন থাকায় ওই সংস্থায় যুক্ত কর্মীদের চুক্তি নবিকরণ করতে দেরি হচ্ছে। তবে 'কেন্দ্রীয় সরকারের এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় কেন চুক্তি ভিত্তিক কর্মী নিয়ে কাজ হবে? প্রশ্ন তুলেছেন ক্লিনিক্যাল ট্রায়াল ফেসিলিটেটর স্নেহেন্দু কোনার।
advertisement
ওঙ্কার সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2022 5:26 PM IST