কমলবনে কাঁটার ছড়াছড়ি, বুঝিয়ে দিল হাওড়া

Last Updated:

হাওড়ায় দিলীপের মিছিলে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করলেন শুভেন্দু অধিকারী ৷ এদিন দিলীপ ঘোষের কর্মসূচিকে কোনও বিরোধ ছাড়াই এড়িয়ে গেলেন এককালের তৃণমূলের দুই কোর মেম্বার ৷

#কলকাতা: একুশের কুরুক্ষেত্রে টার্গেট মসনদ ৷ রোজই নয়া নয়া জল্পনায় সরগরম বঙ্গ রাজনীতি ৷ বেসুরো শাসকদলের একের পর এক নেতা-মন্ত্রী-কর্মী ৷ রোজই নতুন নতুন ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ সামাল দিতে হিমসিম জোড়াফুল শিবির ৷ এবার বেসুরো নয়, কাটল তাল ৷ তবে তৃণমূল নয়, তাল কাটার অশনি সঙ্কেত পদ্মবনে ৷ রাজনৈতিক মহল বলছে গেরুয়া শিবিরের সুখের সংসারে নব্য-আদির দ্বন্দ্ব এবার প্রকাশ্যে ৷
ঘটনাটি হল, হাওড়ায় দিলীপের মিছিলে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করলেন শুভেন্দু অধিকারী ৷ শুধু তাই নয়, দিলীপ ঘোষের এই মিছিলের পুরোভাগে থাকার কথা ছিল মুকুল রায়ের ৷ কিন্তু বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মিছিলে দিলীপ ঘোষের পৌঁছনোর আগেই সেখান থেকে বেরিয়ে সভা শুরুর প্রায় ঘণ্টা দুয়েক সভাস্থলে চলে আসেন ৷ আবার তাৎপর্যপূর্ণভাবে ২ ঘণ্টা ফাঁকা সভাস্থলে একা বসে থাকলেও সভার কর্মসূচি শুরু ও দিলীপ ঘোষের সভায় প্রবেশের কিছু পরেই সেখান থেকে বেরিয়ে যান মুকুল রায় ৷ আর এই ঘটনাতেই উঠছে প্রশ্ন, তবে কী নব্য ও আদি গেরুয়া সদস্যদের মধ্যে এবার দলে অস্থিত্ব এবং গুরুত্ব নিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে? তাই একসঙ্গে এক ফ্রেমে বা এক কর্মসূচিতে অনুপস্থিত তৃণমূলত্যাগী বিজেপিতে যোগদানকারী প্রথম সারির নেতারা?
advertisement
রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাওড়া থেকে বেরনো মিছিলে অনুপস্থিত শুভেন্দু অধিকারী ৷ প্রচার,ব্যানার, ফেস্টুনে শুভেন্দুর যোগদানের কথা থাকলেও এদিন পদযাত্রায় আসেননি অমিত শাহের বিশেষ স্নেহধন্য নেতা শুভেন্দু‘ভাই’ ৷ পদযাত্রায় অনুপস্থিতির কারণ হিসেবে জুট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান শুভেন্দু জানিয়েছেন একসঙ্গে এতগুলো কর্মসূচি সামাল দেওয়া একটু সমস্যার ৷ কিন্তু রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য জল্পনা ৷ আসলে এই পদযাত্রা ও সভা হওয়ার কথা ছিল সোমবার, ১১ জানুয়ারি কিন্তু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিশেষ কাজে শীর্ষ নেতৃত্বের ডাকে একাই দিল্লি গিয়েছিলেন ৷ তাই কর্মসূচির দিন পরিবর্তন ৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দলে দিলীপ ঘোষের ন্যায় গুরুত্ব আশা করছেন শুভেন্দু অধিকারী ৷ যেভাবে রাজকীয় ঢঙে তাঁকে নতুন দলে সরকারিভাবে অভ্যর্থনা জানান খোদ বিজেপি চাণক্য অমিত শাহ, তাতেই পদ্মশিবিরে শুভেন্দুর জায়গা সম্পর্কে আন্দাজ মেলে ৷ কিন্তু শুধুমাত্র দিলীপের কারণে এভাবে কর্মসূচির দিন পরিবর্তন জননেতা শুভেন্দু ভালভাবে নেননি বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷
advertisement
advertisement
অন্যদিকে, এদিন মুকুল রায়ের দিলীপের কর্মসূচিতে থেকেও না থাকার ভূমিকা পালনে বিন্দুমাত্র আশ্চর্য নন রাজনৈতিক মহল ৷ বিশেষজ্ঞরা বলছেন, এদিন রাজ্য রাজনীতির সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতিতেও শিরোনাম অ্যালকেমিস্ট গ্রুপের কর্ণধার কেডি সিংয়ের গ্রেফতারি ৷ সহজেই অনুমান করা যায় তৃণমূলকে নিশানা করতে প্রাক্তন তৃণমূল সাংসদের এমন কেলেঙ্কারি হাতে গরম ইস্যু ৷ তাই স্বাভাবিকভাবেই মিছিল হোক বা জনসভা দিলীপ ঘোষের মুখে আসতে বাধ্য কেডি সিংয়ের নাম ৷ যা মুকুল রায়ের জন্য মোটেও স্বস্তিজনক নয় ৷ বঙ্গ রাজনীতির ইতিহাস উল্টে কয়েক বছর পিছনে গেলে দেখা যাবে ৷ মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবেই জোড়াফুল শিবিরে কেডি সিংয়ের আগমন ৷ বাংলার মানুষ না হলেও এখান থেকেই তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কেডি সিং ৷ তাই সেই কেলেঙ্কারি প্রসঙ্গ দিলীপ ঘোষ তুললে সেই সভায় মুকুল রায়ের হাজির থাকা স্বাভাবিকভাবেই অস্বস্তিদায়ক ৷ তাই এদিন দিলীপ ঘোষের কর্মসূচিকে কোনও বিরোধ ছাড়াই এড়িয়ে গেলেন এককালের তৃণমূলের দুই কোর মেম্বার ৷ প্রাক্তনের কেলেঙ্কারি পদ্মের নতুন সংসারেও কালি ছেটাতে ব্যস্ত ৷ এমন আশঙ্কা থেকেই নব্য বিজেপি সদস্যরা আজ রাজ্য বিজেপি সভাপতির সভা এড়িয়েই চললেন ৷ তবে ফের নব্য-আদির ফাটল অল্প হলেও দৃশ্যমান রাজনৈতিক বিশেষজ্ঞদের চোখে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
কমলবনে কাঁটার ছড়াছড়ি, বুঝিয়ে দিল হাওড়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement