Supreme Court on RG Kar Case: ‘হাসপাতাল ভাঙচুরের সময় পুলিশ কোথায় ছিল?’ আরজি কর নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Last Updated:

Supreme Court on RG Kar Case: মঙ্গলবার আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার শুনানি চলাকালীন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত।

কী বলল সুপ্রিম কোর্ট?
কী বলল সুপ্রিম কোর্ট?
নয়াদিল্লি: আরজি কর কাণ্ডে এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার শুনানি চলাকালীন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত।
আরজি করের ঘটনার প্রতিবাদে ১৪ অগাস্ট মধ্য রাতে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘রাত দখলের’ কর্মসূচি পালিত হয়েছিল। সেই মিছিল চলাকালীন একদল দুস্কৃতী জোর করে আরজি করে ঢুকে পড়ে। আন্দোলনরত পড়ুয়ারা বারবার বাধা দেওয়া স্বত্ত্বেও এই জনতাকে আটকাতে পারেনি। পরে হাসপাতাল ভাঙচুরেরও অভিযোগ ওঠে এই দুস্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার মামলার শুনানিতে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
advertisement
advertisement
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন, “১৫ অগাস্ট এত লোক ঢুকে হাসপাতাল ভাঙচুর করল, পুলিশ কী করছিল? পুলিশ কেন পদক্ষেপ করল না? পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল?”
আরজি করে ভাঙচুরের ঘটনার পরে পুলিশ বেশ কিছু অভিযুক্তকে চিহ্নিত করে এবং গ্রেফতারও করে। সেই সঙ্গে, প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর করা হয়েছে এই অভিযোগও তোলা হয় নানা মহল থেকে। নিরাপত্তার জন্য মঙ্গলবার সুপ্রিম কোর্ট আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয়।
advertisement
‍সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন পর্যবেক্ষণে জানায়, আমাদের দেশে জুনিয়র ডাক্তাররা নিরপত্তাহীনতায় ভুগছেন, চিকিৎসকদের কোনও ডিউটিরুম নেই। শুধু তাই নয়, ডিউটি রুম, পৃথক রেস্টরুম নেই, টানা ৩৬ ঘণ্টা কাজ করতে হচ্ছে। সঙ্গে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Supreme Court on RG Kar Case: ‘হাসপাতাল ভাঙচুরের সময় পুলিশ কোথায় ছিল?’ আরজি কর নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement